আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? জেনে নিন বুধবার আপনার কেমন যাবে সারাদিন।
মেষ রাশি- মেষ রাশির জাতকদের মনস্কামনা পূর্ণ হওয়ায় তাঁরা আনন্দিত হবেন। সন্ধ্যাবেলা কাজে বিলম্বের কারণে কাজে দেরি হতে পারে। সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক। সন্তানের কারণে যে চিন্তা ছিল, তা দূর হবে এবং এতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। পরিবার ও প্রিয়জনদের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে একা সময় কাটাবেন। এর ফলে সম্পর্ক মজবুত হবে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা স্বাস্থ্যের যত্ন নিন। আজ কিছু রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। এ বিষয়ে কোনও গাফিলতি করবেন না। তা না-হলে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার কোনও অসম্পূর্ণ কাজ ভাইদের সাহায্যে পূর্ণ হবে। মনে আনন্দ থাকবে। তবে অর্থের অপচয় এড়িয়ে যান, তা না-হলে আর্থিক পরিস্থিতি আপনাকে চিন্তায় ফেলবে।
মিথুন রাশি- মিথুন রাশি জাতকরা যেখানে লগ্নি করবেন, সেখান থেকে ভবিষ্যতে বড়সড় রিটার্ন আসবে। সন্ধ্যাবেলা আত্মীয় ও বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন। কোনও ব্যক্তিকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কঠিন পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। চাকরিতে অংশীদারদের কাছ থেকে ভালো মুনাফা অর্জন করবেন। সারাদিন পরিবারে অতিথিদের আনাগোনা লেগে থাকবে। এর ফলে আপনার অর্থ ও ঋণ বাড়তে পারে।
সিংহ রাশি– সিংহ রাশির জাতকরা ব্যবসায় পরিকল্পনা কার্যকরী করবেন, এর ফলে লাভ হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের ফলে মুখে হাসি ফুটবে। আবার আর্থিক বিবাদ চলতে থাকলে, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেমীদের জন্য দিন ভালো।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকের বাবারা কোনও রোগে গ্রস্ত হয়ে চিন্তিত থাকবেন, কষ্ট বাড়বে। এর জন্য দৌড়ঝাপ করতে হবে। এ সময়ে কিছু অর্থ ব্যয় হবে। বিদেশি আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। বরিষ্ঠ সদস্যের সাহায্যে বোনের বিয়েতে আগত বাধা সমাপ্ত হবে। রাতের বেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
তুলা রাশি- তুলা রাশির ব্যবসায়ীরা আকস্মিক ধন লাভ করবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। শারীরিক সমস্যা সম্ভব। চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে। এর ফলে মানসিক দিক দিয়ে চিন্তিত হবেন। আজ যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। ভাগ্যের সঙ্গ পাবেন।
বৃশ্চিক রাশি- এই রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করলে আপনার চিন্তা কিছুটা কমবে। ব্যবসার স্থান পরিবর্তন করলে দিন ভালো কাটবে। পরিবারের সদস্যরা আপনার কাছে কিছু আবদার করতে পারেন। যা পুরো করার জন্য আপনার অর্থ ব্য়য় করতে হবে। তবে নিজের আয় ও ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রাখুন। চাকরি ও ব্যবসায় শত্রুরা আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে।
ধনু রাশি- ধনু রাশির জাতকদের সামাজিক ক্ষেত্রে রুচি বাড়বে। এ ক্ষেত্রে আপনারা জনসমর্থন লাভ করবেন। রোজগারের খোঁজে থাকলে আজ কোনও সুসংবাদ পাবেন। এর ফলে অবসাদ কমবে। প্রেম জীবনে সঙ্গীকে কিছু উপহার দিতে পারেন। এর ফলে আপনাদের মধ্যে ভালোবাসা গভীর হবে। নিজের জন্য সময় বের করার চেষ্টা করবেন, কিন্তু তাতে অসফল থাকবেন।
মকর রাশি- মকর রাশির জাতকদের ভাই-বন্ধুদের কোনও কথার কারণে অবসাদ হতে পারে। এমন হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে আপনার সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। অন্যের ওপর অধিক বিশ্বাস করবেন না। তা না-হলে তাঁরা নিজের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন। অফিসে বিরোধীরা সক্রিয় থাকবেন, তাই তাঁদের ওপর নজর রাখতে হবে এই রাশির জাতকদের। লেনদেনের জন্য দিন ভালো নয়।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা ব্যবসায় লাভ অর্জন করায় আনন্দিত হবেন। এর ফলে পরিবারের সদস্যদের দিয়ে থাকা প্রতিশ্রুতি পুরো করার চেষ্টা করবেন। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তবে এতে যাতে কেউ আপনাকে স্বার্থপর না বোঝেন, সে দিকে লক্ষ্য রাখতে হবে। বিবাদ এড়িয়ে যান, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়বেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন।
মীন রাশি- মীন রাশির জাতকরা আজ আর্থিক লাভ অর্জন করবেন। এর ফলে বড়সড় ধন লাভ করতে পারবেন। সম্পত্তি বিক্রির জন্য দিন ভালো। অংশীদারীত্বের ব্যবসার জন্য ভালো দিন। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। এর ফলে আপনাদের নতুন শত্রু উৎপন্ন হবে। তাঁদের উপেক্ষা করে এগিয়ে যান ও কাজে মনোনিবেশ করুন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)