কলকাতা: ভোট (Vote) গণনা দিন রাতে রায়দিঘির চাঁদপাশায় উদ্ধার তৃণমূল (TMC) কর্মীর মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট গণনার দিন রাতে রায়দিঘির চাঁদপাশা এলাকায় মাঠের মধ্যে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। রায়দিঘি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বুধবার সকালে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয়। পাশাপাশি মৃতই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তবে তৃণমূল কর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মমতাই মুখ, কেষ্টহীন বীরভূমে অপ্রতিরোধ্য তৃণমূল
এদিকে দিনহাটায় পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার দিনেই ফের বোমাবাজির অভিযোগ। উদ্ধার তাজা বোমাও। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের পাথরশন মহাদেবেরপাট এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে বোমাবাজি হয় এলাকায়। তারপর বুধবার সকালে রাস্তায় বের হলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় তাজা বোমা দেখতে পায় একালার কিছু মানুষ। রাস্তার পাশে তাজা বোমা দেখতে পেয়ে মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যদিও স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য এই বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগ তুলেছেন।
অপরদিকে সকেট বোমায় জখন এক সিপিএম কর্মী। আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজে ও হাসপাতেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার ধনিরামপুর ডোমপাড়া এলাকায়। আহত কর্মীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকেরা বোমাবাজি করে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, নমিনেশন দাখিলের সময় থেকে দেখা গিয়েছে অশান্তির ও হিংসার ছবি এই জেলায়।