বারাসত: ছোট জাগুলিয়া গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থী হাবিব আলিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বারাসাত ১ নম্বরের ছোট জাগুলিয়া আইটিআই কলেজের ভিতর গণনা চলাকালীন জেলা পরিষদের সিপিআইএম প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য আহত প্রার্থীকে দেখতে এসে বলেন, সন্ধ্যেবেলা যখন জেলা পরিষদের গণনা চলছিল তখন আমাদের সিপিএমের প্রার্থী অনেকটা ভোটে এগিয়ে যায়। আর এসব দেখে তৃণমূলের যারা এজেন্ট ছিলেন গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে আমাদের প্রার্থীকে মারধর করে। আহত অবস্থায় তাঁকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | বাম-কংগ্রেস তৃতীয় স্থানে, লোকসভা ভোটের আগে বড় ধাক্কা
বিরোধীদের যাবতীয় অপপ্রচার, হম্বিতম্বিকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েত ভোটে বিপুল জয় তৃণমূলের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিন স্তরেই তৃণমূলের অপ্রতিরোধ্য জয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড, তাতে তৃণমূলের ধারে কাছে কোনও বিরোধী দলের অস্তিত্ব নেই। বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে, বাম-কংগ্রেস তৃতীয় স্থানে। লোকসভা ভোটের কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটের এই ফলে দারুণ উজ্জীবিত তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলেই টুইটে বলেন, এই ফল লোকসভা ভোটে আমাদের নতুন দিশা দেখাবে।