বনগাঁ: বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নিজস্ব বুথে হার বিজেপির। সেখানে ব্যপক ব্যবধানে জয় পেল তৃণমূল। উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে বাড়ি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। এই বুথেই হার হল বিজেপির। তৃণমূল প্রার্থী রীতা মণ্ডলের কাছে হারলেন বিজেপি প্রার্থী শ্রেষ্ঠা মৃধা। ২৫৮ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী রীতা মণ্ডল।
গ্রাম পঞ্চায়েত আসনে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে রয়েছে বাম-কংগ্রেস জোট। ভোটগণনার দিনও জেলায় জেলায় অশান্তি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের বাকচায় বোমা বিস্ফোরণে জখম বৃদ্ধ। বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। নদিয়ার তেহট্টে কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে বেশ কয়েক জন জখম হয়েছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল এবং বিরোধীদের মধ্যে মারামারি। মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর।
উত্তরবঙ্গে (North Bengal) এবার ভালো ফল তৃণমূলের (TMC)। গত লোকসভায় উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি (BJP)। সেখানে এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) দেখা যাচ্ছে ছবিটা পাল্টে গিয়েছে। উত্তরবঙ্গের গ্রাম বাংলার বড় অংশ তৃণমূলের দখলে এল। অন্তত মঙ্গলবার রাত পর্যন্ত ভোটের যে প্রবণতা দেখা গিয়েছে তাতে সেই ছবিই ধরা পড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূলের জয়ের খবর সামনে এসেছে। সেই ধারা বজায় থেকেছে পাহাড়েও (Hill)। মঙ্গলবার ভোটের গণনা শুরু হওয়ার পর থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থন থাকা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) জয়ের খবর মেলে। বিজেপি, হামরো পার্টি এবং নির্দলরা কিছু আসনে জয়ী হয়েছে।