কলকাতা: সমকামীদের নিয়ে ছবি দেখানো যাবে না বলে ফতোয়া দিল স্কটিশ চার্চ (Scottish Church) কলেজ। এর ফলে মঙ্গলবার কলেজে বন্ধ হয়ে গেল ছবি প্রদর্শন ও আলোচনা সভা। খোদ কলকাতা (Kolkata) শহরে ঐতিহ্যবাহী এই কলেজে এই ফতোয়া ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ছবি প্রদর্শন বাতিল হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে।
কলেজ সূত্রের খবর, এক মাস ধরে চলছিল ছবি প্রদর্শনের আয়োজন পর্ব চলচ্চিত্রকার দেবলীনা মজুমদারের তৈরি করা সমকামীদের নিয়ে ছবি ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ দেখানোর কথা ছিল কলেজে। একই সঙ্গে একটি আলোচনা সভাও হওয়া কথা ছিল। ‘সাফো ফর ইকুয়ালিটি’ দুই সদস্য সমাজকর্মী মীনাক্ষী সান্যাল এবং কোয়েল ঘোষকে উদ্যক্তারা আমন্ত্রণ জানিয়েছিলেন ওই অনুষ্ঠানে দেবলীনার সঙ্গে আলোচনায় বসার জন্য। এই ফতোয়ায় ক্ষুব্ধ পরিচালক এবং উদ্যোক্তারা।
আরও পড়ুন: Soumitra Ray | হয়েছে চোখের অপারেশন, এখন কেমন আছেন ‘ভূমি’র সৌমিত্র?
কলেজের মনোবিদ্যা বিভাগ এবং ‘দ্য উইমেন অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট সেল’-এর সঙ্গে এই আয়োজনে হাত মিলিয়েছিল ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগও। এমএল ভৌমিক অডিটোরিয়ামে দুপুর দেড়টা থেকে এই অনুষ্ঠান হবে বলে প্রচারও চলে। এমনকী প্রচুর পোস্টারও দেওয়া হয়। কিন্তু এই দিন সকালে গোটা পরিস্থিতি বদলে যায়। উদ্যোক্তাদের কাছে ফোন আসে, ওই ছবি দেখানো যাবে না।