খড়্গপুর: ফের শুটআউট ( Shootout) খড়গপুরে (Kharagpur)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। সোমবার রাত ১০টা নাগাদ খড়গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের গার্ডার এলাকায় ঘটনাটি ঘটে। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ (Police)।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জীব যাদব (৩১)। সোমবার রাতে বাইক নিয়ে সঞ্জীব যখন যাচ্ছিলেন, তখন তাঁকে মাঝপথে আটকান সোনু নামের আরেক যুবক। পরপর দু রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এরপর পালিয়ে যান সোনু। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, কার্যত তাড়া করেই সোনু মিশ্রকে ধরে ফেলে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোনুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেটির লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বয়ান নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Panchayat Election 2023 | গণনাতেও অশান্তি, বোমাবাজি, মারধর, কাঠগড়ায় শাসক-বিরোধী দুপক্ষই
পুলিশ সুপার আরও জানিয়েছেন, মৃত যাদব ও আততায়ী সোনু মিশ্রের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল। অর্থনৈতিক কারণেই সেই শত্রুতা বলে জানিয়েছেন তিনি। ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রেল মাফিয়া রাম বাবু সহ শ্রীনু নাইডু হত্যা মামলায় একাধিক ব্যক্তি বেকসুর খালাস হয়। আর তারপরে এই শুট আউটের ঘটনা। ঘটনার সঙ্গে এ বিষয়ের কোন সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।