কলকাতা: তৃণমূল (TMC) ঘনিষ্ঠ হিসেবেই সবাই তাঁকে চেনে। তা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections) ঘিরে রাজ্যজুড়ে হিংসার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। ভোটে হিংসা নিয়ে তিনি লজ্জিত, জানিয়েছেন এমনটাও। এমনকী শিল্পী-বুদ্ধিজীবী এও বলেছেন, এই সংস্কৃতি বদলাতে হবে, দরকার হলে মিছিল করতে হবে। এদিকে শুভাপ্রসন্নের এই মন্তব্যে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), তিনি বলেছেন, “শুভাদার মাঝেমাঝে চুলকোয়, ওঁকে বলুন ইচগার্ড মলম লাগাতে, চুলকানি সেরা যাবে।”
নির্বাচনী প্রচার, মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই জেলায় জেলায় হিংসা চলছে। শুধুমাত্র ভোটের দিনই ১৯ জনের মৃত্যু হয়েছে, জখম শতাধিক। সবমিলিয়ে নির্বাচন পর্বে মৃতের সংখ্যা ৪১। মঙ্গলবার ফলপ্রকাশ ঘিরে ফের হিংসার পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই আবহে শুভাপ্রসন্ন বলেন, “যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত মানুষের প্রাণ যায় তবে এই সংস্কৃতির বদল হওয়া দরকার। এখানে যা হয় তা সারা দেশে কোথাও হয় না। লজ্জা করে। এত প্রাণ কেন যাবে? বাংলা মণীষীদের জন্মভূমি। এখানে এই সংস্কৃতি আমরা চাই না।” শিল্পী এও বলেন, “সময় এসেছে মুক্তমনা, বুদ্ধিজীবীরা একজোট হোক। পথে নামুক। আমার বিশ্বাস, হাজার হাজার মানুষ আমাদের পাশে থাকবে। আমরা আবার মিছিল করতে পারি, যেমনটা করেছিলাম। সংস্কৃতি বদলের জন্য।”
আরও পড়ুন: Panchayat Election 2023 | পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৫ শতাংশ
নির্বাচনী হিংসা নিয়ে বুদ্ধিজীবী বিদ্বজ্জনেরা মুখে কুলুপ এঁটে ছিলেন। তা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার মুখ খুললেন শুভাপ্রসন্ন। কিন্তু তাঁর মন্তব্যের তুমুল কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) চলচ্চিত্র বাংলায় নিষিদ্ধ ঘোষণা করার সময় থেকেই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এদিন শুভাপ্রসন্নের মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল বলেন, “ওঁর মাঝেমাঝে চুলকোয়, ওঁকে বলুন ইচগার্ড মলম লাগাতে, চুলকানি সেরা যাবে। ভোটে খুনোখুনি আমরা কেউই চাই না। ৬১ হাজারের বেশি বুথে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটাও শুভাদার জানা উচিত।”