তমলুক: এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। “আপনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের একটু সামলান। তাহলেই বাংলা শান্ত হয়ে যাবে।”রাজ্যপালকে নিশানা করে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। তিনি বলেন, “রাজ্যপাল বাংলায় অশান্তি নিয়ে নানা কথা বলে যাচ্ছেন। রবিবার আমাদের নেতা চঞ্চল কুমার খাঁড়াকে যেভাবে মারধর করা হয়েছে তার বেলায় কোনও মন্তব্য নেই। বাংলায় বিজেপি অরাজকতা সৃষ্টি করে চলেছে। অশান্তির মূলে রয়েছে বিজেপি। বিজেপি খুন, সন্ত্রাস বন্ধ রাখলে বাংলা শান্ত হয়ে যাবে।”
রবিবার সন্ধ্যায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন তমলুক শহর তৃণমূলের সভাপিত চঞ্চল কুমার খাঁড়া। নির্মম ভাবে মারধর করার পাশাপাশি তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সোমবার আহত তৃণমূল নেতা চঞ্চল কুমার খাঁড়াকে দেখতে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি আজগর আলী সহ অন্যান্যরা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৫ শতাংশ
রবিবার রাতে তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আহত চঞ্চল কুমার খাঁড়াকে উদ্ধার করেন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে। হাসাপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন চঞ্চল কুমার খাঁড়া। তবে এখনই তাঁকে ছেড়ে দেওয়া হবে না। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং অপোরাধীদের খোঁজে তল্লাশিতে নামে। তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় রাতেই তমলুক থানার পুলিশ বিজেপির এক নেতা সহ ১৩ জনকে গ্রেফতার করেছে। তাদের সোমবার তমলুক জেলা আদালতে তোলা হয়।