কলকাতা: রাজ্য সভাপতি থাকার সময় থেকে এখন তিনি অনেক বেশি কাজ করেন বলে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতি সোমবার নিউটাউন ইকো পার্কে বলেন, আগে যখন সভাপতি ছিলাম তার থেকে এখন অনেক বেশি কাজ করি। অনেক বেশি এখন মানুষের কাছে যাই, অনেক বেশি ঘুরি। দিলীপের আরও দাবি। ছয় মাস আগে থেকে তিনি পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় ঘুরেছেন।
প্রশ্ন ওঠে, তবে কি দলে আবার গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের? তিনি বলেন সেটা জানি না দল আমাকে যে কাজ করতে বলবে সেই কাজই আমি করতে প্রস্তুত। দলে কাউকে এব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হয় না। আসলে কাজ করতে হয় জমিতে গিয়ে, মাঠে নেমে। আমরা অমিত শাহকে দেখেছি দলের সভাপতি হিসেবে। তিনি ব্লকে মণ্ডলে গিয়ে বৈঠক করতেন। তার ফলে দল আজ সারা দেশে পৌঁছে গিয়েছে। এটাই বেসিক কাজ।
আরও পড়ুন: Panchayat Election | Arambagh | ভোট দিতে গেলেন না ৭০০ ভোটার
আর কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সেই ভোটকে মাথায় রেখে রাজ্যে রাজ্যে সংগঠনে রদবদল ঘটাচ্ছে বিজেপি। বেশ কয়েকটি ভোটমুখী রাজ্যে ইতিমধ্যে সভাপতি বদল করা হয়েছে। আগামী বছরের গোড়ায় লোকসভা ভোটের আগে বিধানসভা ভোট রয়েছে। বাংলায় সাংগঠনিক স্তরে রদবদল হবে কি না, চর্চা চলছে তা নিয়েও। তবে রাজ্য বিজেপির অন্দরের খবর, লোকসভা ভোটের আগে রাজ্য সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারকে সরানো নাও হতে পারে।