বীরভূম: বুথে এসে কেঁদে ফেললেন সিপিএমের প্রার্থী (CPM Candidate)। সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ময়ুরেশ্বরের ১৫৭ নম্বর বুথে। এদিন সকাল থেকেই ময়ুরেশ্বরের ১৫৭ নম্বর বুথে পুননির্বাচনের জন্য ভোটাররা ভিড় জমান। সকাল থেকেই বিক্ষিপ্ত উত্তেজনা দেখা দেয় এই বুথে। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন ময়ূরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের ধীবরপাড়ায় ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোটাররা ভোট দিতে আসতে না পারায় বুথে এসে আতঙ্কে কেঁদে ফেলেন সিপিএমের প্রার্থী সাহিনা খাতুন। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এলাকার সিপিএমের ভোটারদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বেছে বেছে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী ভোট দিতে গেলে ভোটের পর ভোটারদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সাহিনার আরও অভিযোগ, তাঁকে ও তাঁর স্বামীকে মারধর করার হুমকি দিয়েছে তৃণমূল প্রার্থীর লোকজনেরা। আজ ভোটের দিনে তাঁর স্বামীকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না তাঁরা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Jalpaiguri | কড়া নিরাপত্তায় পুনর্নির্বাচন শুরু জলপাইগুড়ির ১৪টি বুথে
উল্লেখ্য, ৮ জুলাই নির্বাচনের দিন এই বুথেই ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। আজ ফের সেখানেই বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগে অস্বীকার করা হয়েছে। আপাতত পরিস্থিতি যথেষ্ট থমথমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।