কলকাতা: কাল, সোমবার পঞ্চায়েত ভোটে ৬৯৮টি বুথে পুনর্নির্বাচন হবে। তার মধ্যে সবচেয়ে বেশি হবে মুর্শিদাবাদে। সেখানে নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালাগোলা, হরিহরপাড়া সহ বিভিন্ন জায়গায় ১৭৫টি বুথে পুনর্নির্বাচন হবে। রবিবার রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে, মালদা ১১২টি বুথে, নদীয়ার ৮৯টি বুথে পুনর্নির্বাচন হবে। হাওড়ায় ৮টি, পশ্চিম বর্ধমানে ৬টি, পূর্ব বর্ধমানে ৩টি, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে ভোট হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩৬টি, পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথে পুনর্নির্বাচন হবে। উত্তর ২৪ পরগনা ৪৬টি বুথে পুনর্নির্বাচন হবে। হুগলিতে ২৯টি বুথে ভোট হবে। দক্ষিণ দিনাজপুরে ১৮টি বুথে ভোট হবে। পশ্চিম মেদিনীপুরে ১০টি, বাঁকুড়ায় ৮টি, পুরুলিয়ার ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। নেত্রা সহ ডায়মন্ডহারবারে ১০টি বুথে পুনর্নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুরে ১৮টি, জলপাইগুড়িতে ১৪টি বুথে, কোচবিহারে ৫৪টি, উত্তর দিনাজপুরে ৪২টি বুথে পুনর্নির্বাচন হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট হবে। প্রতি বুথে থাকবে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)