কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) পর দিনই দিল্লি (Delhi) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। পঞ্চায়েত ভোটে হিংসার রিপোর্ট দিতেই কী তাঁর এই দিল্লি যাত্রা তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে শনিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, একজন রাজ্যপাল হিসেবে যা কর্তব্য তাই করব। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি গেলেন। বিশেষ বিমানে দিল্লি গেলেন তিনি। সংবাদসংস্থা সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) বৈঠক হতে পারে।
শনিবার পঞ্চায়েত ভোটে সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন রাজ্যপাল। একের পর এক বুথ ঘুরে দেখেছেন তিনি। ভোট শেষ হওয়ার পর রাজ্যপাল সাংবাদিকদের জানান, ভোট বুলেটে নয়। ব্যালটে হওয়া উচিত। এদিকে রাজ্যপালের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করেছে তৃণমূল। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি থেকে যেমন আদেশ আসছে, রাজ্যপাল তা পালন করার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে অভিষেকের যুক্তি ছিল, তা না হলে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার সময় রাজ্যপাল রাজভবনে পিস রুম খোলেনননি কেন? তাতে কোনও রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে না বলে?
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত নির্বাচনে ৮০.৭১ শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন
শনিবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন তিনি রাস্তায় থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার রাজ্যপাল মুর্শিদাবাদের হিংসাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোস বলেন, কাল আমি নিজে রাস্তায় থাকব। মানুষের স্বার্থে অ্যাকশন নেব। রাজ্যপাল বলেন,mরাজ্যের পরিস্থিতি খুব খারাপ। আমি চাই, শনিবার ভোটে যেন কোনও হিংসা না হয়। এরপর তিনি রাস্তায় নেমে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। ভোটের দিন সারা দিন গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। নজিরবিহীনভাবে রাস্তায় নামলেন তিনি। বুথে বুথে খবর নেন পঞ্চায়েত ভোটের (Vote) গতি প্রকৃতির। মনোনয়ন (Nomination) পর্ব থেকে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ভোটের দিনেও অশান্তি। তার খবর নিলেন রাজ্যপাল।