কাটোয়া: ফের পঞ্চায়েতের বলি। এবার কাটোয়ার নন্দীগ্রামে তৃণমূলের এজেন্টের মৃত্যু। মৃত ওই এজেন্টের নাম গোপাল রায়। শুক্রবার কাটোয়া দু’নম্বর ব্লকের নন্দীগ্রামে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এলাকার সিপিএমের দাপুটে নেতা হরিনারায়ণ সামন্তের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গৌতম। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর হরিনারায়ণ গৌতমকে ধাক্কাও মারেন। এমনকী লাছি, বাঁশ নিয়ে তাঁর উপর চড়াও হন। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্বাচনের দিন এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। একাধিক জেলা থেকে অশান্তির খবর সামনে আসছে। কোথাও বোমাবাজি, আবার কোথাও গুলি চালানোর অভিযোগ উঠছে। শাসক-বিরোধী কোনও পক্ষই কম যাচ্ছে না এই সন্ত্রাসের পিছনে।
আরও পড়ুন: Panchayat Vote Updates | দুপুর পর্যন্ত ভোট-হিংসার বলি ৭