নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram ) বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ভোট বয়কটের ডাক। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) না থাকায় রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রামে রীতিমতো তুলকালাম কাণ্ড। বাহিনী চেয়ে হাতে বিষের কৌটো নিয়ে ভোট কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখায় মহিলার। বিরোধীদের দাবি, বুথের ভিতর লুকিয়ে রয়েছে পুলিশ! হলদিয়ায় বাহিনী না থাকায় বুথের দরজা বন্ধ করে দিলেন বিরোধীরা।
পঞ্চায়েত ভোট (Panchayat Vote ) ঘোষণা শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শনিবার জেলায় জেলায় ভোট গ্রহণ শুরু হতেই নন্দীগ্রামে বুথে বুথে বাহিনী কোথায়, সেই নিয়েই সরগরম। বাহিনী চেয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলল নন্দীগ্রামে। সেখানেও পঞ্চায়েত ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ তুললেন ভোটাররা। সকাল থেকে বিভিন্ন বুথ থেকেই এই অভিযোগ এসেছে।
আরও পড়ুন: WB Panchayat Vote Percentage | রাজ্যে পঞ্চায়েত ভোটে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২২.৬০ শতাংশ
এখানকার ভোটাররা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, কথা ছিল প্রতিটি বুথে বাহিনী থাকবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সে কথা রাখেনি বলে অভিযোগ। ভিন রাজ্যের পুলিশ ও রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই এদিন বিক্ষোভ শুরু হয়। এক মহিলা হাতে বিষের বোতল নিয়ে হুমকি দিতে শুরু করেন। বাহিনী দিয়েই ভোটের দাবিতে অনড় তাঁরা। বেলা গড়িয়ে গেলেও ভোট শুরু করতেই দেননি এলাকাবাসী। যদিও তৃণমূলের অভিযোগ, ভোটদানে বাধা দিতেই বিজেপি বাইরে থেকে লোক এনে এলাকায় ঝামেলা করছে। পরে রাজ্য পুলিশের তরফে বাহিনী নিয়ে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।