মুর্শিদাবাদ: জলঙ্গী সাগরপাড়ার এক সিপিএম কর্মীকে ধারালো অস্ত্র কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ওই সিপিএম কর্মী নাম জিয়ারুল মন্ডল। বিরোধীদের অভিযোগ তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।
সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হতেই মুর্শিদিবাদ, দক্ষিণ ২৪ পরগনা, লদিয়া, হাওয়া, মালদহ, কোচবিহার রক্তের স্রোতে ভাসছে। ভোটের সকাল থেকেই তেতে রয়েছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের গুলিবিদ্ধ এক মহিলা। রেবিনা বিবি নামে ওই মহিলার বুকে ও হাতে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর গ্রামে গুলিবিদ্ধ ওই মহিলা সিপিআইএম সমর্থক বলে দাবি। ভোট শুরুর মুখে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি অঞ্চলের এক নম্বর বুথের খুনিবাথান এলাকা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Ketugram | কেতুগ্রামের বুথে শুধু দুই সিভিক ভলান্টিয়ার
পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রক্তের হোলি মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে ভোটের বলি তিন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর তিনজনই তৃণমুল কর্মী- সমর্থক বলে জানা গিয়েছে। গতকাল রাতে বেলডাঙ্গার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ভোটের হিংসায় আহত এক মহিলা সহ চারজন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।