কলকাতা: সকাল ন’টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় ১০.২৬ শতাংশ ভোট পড়েছে। জানাল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধী বনাম শাসকদলের গ্রাম দখলের লড়াইয়ে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবিরাম সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এরপর পড়ে রয়েছে গোটা দিন। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগুন জ্বলছে। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলগুলি সম্মিলিত শক্তিতে তাদের উপর আছড়ে পড়ছে। অন্যদিকে, বিরোধী দলগুলি শাসকের বিরুদ্ধে পুলিশি মদতে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে। তবে স্থানীয় গ্রামবাসী ও ভোটারদের অভিযোগ, প্রায় কোথাও কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না। পুলিশও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ফলে, যে দলেরই হোক সকাল থেকে ভোট-দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে গ্রাম বাংলা।
জানা গিয়েছে, মালদহে খুন হয়েছেন তৃণমূল কর্মী। মানিকচকে বালুটোলার আসিনতলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ কংগ্রেসের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ। শনিবার সকালে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ। বালুটোলা ১৮২ নম্বর বুথের ঘটনা।
পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রক্তের হোলি মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে ভোটের বলি তিন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর তিনজনই তৃনমুল কর্মী- সমর্থক বলে জানা গিয়েছে। গতকাল রাতে বেলডাঙার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশাপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে।
বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছির পীরগাছা এলাকায় এক নির্দল সমর্থকের উপর কর্মী-সমর্থকেরা চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এমনকী তাঁর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গতকাল রাতেই বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বারাসতের পীরগাছা এলাকা। নির্দল প্রার্থীর সমর্থককে খুনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে টাকি রোডের উপর পথ অবরোধ করা হয়। আশপাশে থাকা বাইক ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ বলে জানা যাচ্ছে।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রামপঞ্চায়েত ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথ কেন্দ্রে বোমাবাজির ঘটনায় একজনের বিজেপি পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। মৃত মাধব বিশ্বাস বিজেপির এজেন্ট। আহত হয়েছে বেশ কয়েকজন । প্রার্থী বোমের আঘাতে জখম হয়েছে। আহতরা নিশিগঞ্জ হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে ।
এদিকে, আজ সারাদিন পঞ্চায়েত নির্বাচনের উপর মনিটরিং করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটুতে অস্ত্রোপচারের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখন কালীঘাটের বাড়িতেই আছেন। সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশও পাঠাতে পারেন তিনি বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই কন্ট্রোল রুমে চোখ রেখেছেন। নির্বাচন চলাকালীন প্রত্যেক জেলার চিত্র যাতে প্রতি মুহূর্তে আসতে থাকে তার ব্যবস্থাই করা হয়েছে। এখানে জেলার নেতারা প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠাবেন। এই আবহে আজকে রাস্তায় নেমে ‘অ্যাকশন’ দেখানোর বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল। কিন্তু, এখনও পর্যন্ত নির্বাচনের যা পরিস্থিতি তাতে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ভোট-দুষ্কৃতীরা।