কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। শনিবার কংগ্রেসেরে আইনজীবী নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) আদালতের (Calcutta High Court) কাছে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানালেন। কৌস্তভের আবেদনে বলা হয়েছে, বেলা ১০ টা পর্যন্ত ভোট হিংসায় বলি হয়েছেন পাঁচজন। সকাল থেকে রাজ্য জুড়ে ব্যাপক হিংসা শুরু হয়েছে। বিরোধী প্রার্থীদের মারধর থেকে শুরু করে বুথ দখল, বোমাগুলি কিছুই বাদ যায়নি। এই পরিস্থিতিতে আদালত স্বতঃপ্রণদিত হয়ে মামলা করুক এবং হস্তক্ষেপ করুক।
কংগ্রেসের আইনজীবী নেতার আরও অভিযোগ, কলকাতা হাইকোর্ট অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নির্দেশ কিন্তু সেই নির্দেশ অমান্য করা হচ্ছে। গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হচ্ছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ৯টার মধ্যে মৃত্যু ৫, কমিশনার ‘অ্যাকশনে’ ১০টায়
এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক হানাহানি চলে। ইতিমধ্যে অন্তত ৫জনের প্রাণহানি ঘটেছে। তারমধ্যে মুর্শিদাবাদেই তিনজনের মৃত্যু হয়। সকাল থেকে বহু বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে বিরোধীদের অভিযোগ। এমনকী অনেক বুথে রাজ্যপুলিশের সশস্ত্র বাহিনীকেও খুঁজে পাওয়া যায়নি। কোথাও কোথাও সিভিক ভলান্টিয়ারদের বুথে অতিসক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ। যদিও আদালতের নির্দেশ ছিল, আইনশৃঙ্খলার রক্ষার কাজে ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। বিরোধীরা এদিন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সামগ্রিক ব্যর্থতার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
প্রসঙ্গত, সকাল ৭টায় ভোট শুরু হলেও বেলা ১০ টা রাজীব সিনহা কমিশনে পা রাখেন নি। দফতরে আসার পর ভোট কেমন হচ্ছে জানতে চাওয়া হলে রাজীব কোনও মন্তব্য করতে চাননি।