কলকাতা: রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানি আজকের মধ্যে রাজ্যে প্রবেশ করা কথা ছিল। তবে শুক্রবারের দুপুর পর্যন্তও বাকি বাহিনী এসে পৌঁছয়নি। এই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কথন ঢুকবে রাজ্যে সেই নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোটের আগের দিন পর্যন্তও বাহিনী না আসায় এখন প্রশ্ন হচ্ছে, বাকি বাহনী এসেই কীভাবে তাদের কাজ এতও সহজে বুঝে যাবে?
পঞ্চায়েত নির্বাচন শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। ৩১৫ বাহিনী এসে ইতিমধ্যে টহল শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, কোন কোম্পানি কোথায় মোতায়েন থাকছে সেনিয়েও প্ল্যান করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন এবং বিএসএফ। তবে এখন প্রশ্ন বাকি ৪৮৫ কোম্পানি এখনও না আসলে আর কখন আসবে? বুথের বাইরে ও ভিতরের নিরপত্তার দায়িত্বে থাকছে ৮২২ কোম্পানি বাহনী। সব বাহিনী এখনও এসেছে না পৌঁছনোয় আদৌ তারা বাংলায় আসছে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন: Panchayat Election | ভোটের দিন শুভেন্দু কাঁথিতেই, কমিশনের সিদ্ধান্তে সায় আদালতের
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের চিত্র এখনও ভুলতে পারেননি অনেকে। এবারের ভোটেও অশান্তি অব্যাহত। ইতিমধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। মনোননপত্র পেশের প্রথম দিন থেকে শুরু হয়েছে অশান্তি। কোথাও শাসক-বিরোধী কোন্দল, কোথাও প্রার্থী বাছাই ঘিরে তৃণমূলের অন্দরে সমস্যা আবার কোথাও দেখা গিয়েছে বিরোধীদের হাতে আক্রান্ত হচ্ছেন শাসকদলের কর্মীরা। বলা যেতেই পারে পঞ্চায়েতের আগে হাত-পায়ে প্রস্তুত শাসক-বিরোধী দুই পক্ষই। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হয় তার জন্য সেনা বাহিনী নামানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিট কোর্ট। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এখনও ৪৮৫ বাহিনী এখনও আসেনি রাজ্যে।
হিংসা, হানাহানিতে পঞ্চায়েত ভোটের বাংলা কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছে। রাজনৈতিক হিংসায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মনোনয়ন পর্ব থেকে অশান্তি ছড়িছিল তা অব্যাহত। এই ছবি দেখেই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সেই মতো প্রথম দফায় ২২ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠিও পাঠায়। রাজ্যের চাহিদা মতো আগেই ৩১৫ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র। বাকি ৪৮৫ কোম্পানিও মঞ্জুর করেছে কেন্দ্র। এবার বাকি বাহিনী আজই রাজ্যে আসছে। এর মাঝেই বিরোধীরা দফাওয়ারি ভোটের দাবি করেছিল কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে আদালত।