কলকাতা: আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে নওশাদকে মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার এই মামলার শুনানির হওয়ার সম্ভবনা।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের করা হয় নিউ টাউন থানায়। বুধবার দুপুরে নিউ টাউন থানায় এসে বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন নওশাদের বিরুদ্ধে। তাঁর দাবি, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। নির্যাতিতা মহিলাকে নিউ টাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউ টাউন থানাতেই অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: Panchayat Election | ভোটের দিন শুভেন্দু কাঁথিতেই, কমিশনের সিদ্ধান্তে সায় আদালতের
সব্যসাচী দত্ত জানান, নির্যাতিতা মহিলা তাঁদেরকে জানান, তারপর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচীর সঙ্গে নিউ টাউন থানায় যান ওই মহিলা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে নিউ টাউন আনার পুলিশ।
যদিও ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন নওশাদ। তাঁর দাবি, এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। আমার নামে কোথাও অভিযোগ হয়েছে বলেও শুনিনি। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটে ভাঙড়ে তৃণমূলের হাল খারাপ হবে বুঝতে পেরে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে নওশাদকে বিপাকে ফেলার চক্রান্তে নেমেছে শাসকদল।