কলকাতা: আদালতে স্বস্তি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ভোটের দিন তাঁর গতিবিধি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার কাঁথি থানার পুলিশ নোটিস দিয়ে বলে, শুভেন্দু শুধুমাত্র নিজের ভোটগ্রহণ কেন্দ্রের এলাকার মধ্যেই থাকতে পারবেন। অন্য কোনও জায়গায় যেতে পারবেন না।
এই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে যান শুভেন্দু। এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, কাঁথি থানার পুলিশ কেন শুভেন্দু অধিকারীকে নোটিস দিয়েছেন? নোটিস তো নন্দীগ্রাম থানার দেওয়ার কথা। কমিশনের আইনজীবী আদালতে বলেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটার হলেও তিনি বেশিরভাগ সময় কাঁথিতেই থাকেন। তাই হয়ত কাঁথি থানার পুলিশ নোটিস দিয়েছে। শুভেন্দুর আইনজীবী বলেন, আমি বিরোধী দলনেতা, আমাকে দলের কাজে কর্মীদের নির্দেশ দিতে হয় এবং বিভিন্ন জায়গায় যেতে হয়।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Adhir Chowdhury | পঞ্চায়েত ভোট বন্ধ করা উচিত, দাবি অধীরের
বিচারপতি সিনহা বলেন, নির্দেশ আপনি ফোনে দিতে পারেন। এটা আপনার নিরাপত্তার জন্যও ভালো। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও ভুল নেই, তাই আদালত এ ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যদি নিরাপত্তা জন্য তাদের আচরণবিধি কড়া করে, তাহলে আদালতের কী করার আছে? রাজ্য কমিশনের আইনজীবী বলেন, এই নোটিস সব রাজনৈতিক নেতাকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুভেন্দু ভোটের দিন নিজের নির্বাচনী ক্ষেত্রের বাইরে যেতে পারবেন না বলে নোটিস দেয় কাঁথি থানা। পুলিশের এমন নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলায় পুলিশের নির্দেশ নিয়ে কোনও হস্তক্ষেপ করলেন না বিচারপতি অমৃতা সিনহা। কোর্টের অভিমত, সিদ্ধান্তটি যথেষ্ট যুক্তিসম্মত।