জলপাইগুড়ি: মহিলাদের কুরুচিকর মন্তব্য, অভিযুক্ত সিএমএসকে হটানোর দাবিতে বিক্ষোভ নিউ জলপাইগুড়ি রেল হাসপাতাল (Jalpaiguri Railway Hospital) কর্মীদের। এনজেপি রেল হাসপাতালের দায়িত্ব পাওয়ার পর থেকেই হাসপাতালের মহিলা কর্মীদের (Female Staff Hospital) সঙ্গে নানান কুরুচিকর মন্ত্যব্য, অশালীন ব্যবহার ও যৌন হেনস্তার (Sexual Harassment) করার অভিযোগ, রেল হাসপাতালের সিএমএস এনজেপি তপন কুমার মাঝির বিরুদ্ধে। শুধু তাই নয় অন্যান্য কর্মীদের সঙ্গেও বাজে ব্যবহার করেছেন ওই সিএমএস। অবশেষে তার এই ধরনের ব্যবহারে বিরুদ্ধে আন্দোলনে সরব হয় হাসপাতালের কর্মীরা।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের সব কর্মীরা একত্রি হয়ে সিএমএস তপন কুমার মাঝির আচরণের বিরুদ্ধে আন্দোলনে নামেন। রেল হাসপাতাল থেকে তাকে হাঁটিয়ে রেল আধিকারিক এর দফতরে নিয়ে আসেন ওই কর্মীরা। সেখানেই তার বদলির দাবি জানান। রেল আধিকারিকদের দফতররে পৌঁছে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান হাসপাতাল কর্মীরা। অবশেষে তাঁরা রেল দফতর থেকে তাঁর বদলির আশ্বাস মিলতেই বিক্ষোভ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
আরও পড়ুন: Panchayat Election 2023| Kunal Ghosh | শুক্রবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল, ফের বিতর্ক
হাসপাতালে এক মহিলা কর্মী ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, সিএমএস এনজেপি তপন কুমার মাঝি দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালের মহিলা কর্মীদের সঙ্গে নানা সময় কুরুচিকর মন্ত্যব্য করেন। এমনি মহিলাদজের কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালে সিএমএস মহিলাদের উপর নানান ভাবে যৌন হেনস্তা চালাচ্ছে, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানালেও কোনরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তার বিরুদ্ধে এদিন আন্দোলনে নামেন কর্মীরা। তাকে হাঁটিয়ে নিয়ে এসে রেল আধিকারিকের হাতে তুলে দিলেন তারা। অন্যদিকে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে (Jalpaiguri Railway Hospital) সিএমএস তপন কুমার মাঝি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে চাননি।