জলপাইগুড়ি : ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তার আগে চা বাগান (Tea Garden) সহ জঙ্গল (Forest) সংলগ্ন এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যাতে ভোট কর্মীদের হাতি সহ বন্য প্রাণীদের দ্বারা কোনও সমস্যা না হয় তার জন্য বৈঠক হল। বনাধিকারীদের নিয়ে এই বৈঠক করলেন মেটেলির বিডিও। মেটেলি ব্লকের ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের ২১/৮০ নম্বর বুথে গত দুই রাতে দুবার হামলা চালিয়েছিল হাতি। এর জেরে স্বাভাবিকভাবেই বুথে কর্মীদের নিরাপত্তা (Security) নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন (Administration)। মেটেলি (Meteli) ব্লকের এই রকমের বহু ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে যেগুলোতে নিয়মিত হাতির হানা হয়। ওই সমস্যা দূর করতেই এই বৈঠক।
ভোটের আগের দিন ওই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে থাকবেন ভোট কর্মীরা। রাত্রে ভোট কর্মীদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এদিন ওই বিশেষ বৈঠক করা হয়। এদিনের বৈঠকে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে, গরুমারা সাউথের রেঞ্জার অয়ন চক্রবর্তী, গরুমারা নর্থ রেঞ্জার শুভেন্দু দে উপস্থিত ছিলেন। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস যাবতীয় বিষয় নিয়ে এদের বৈঠকে আলোচনা করেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Suvendu Adhikary | নন্দীগ্রামে শুভেন্দুকে দেখে চোর চোর স্লোগান
বৈঠকের পর খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, ইনডং চা বাগানের ওই ভোট গ্রহণ কেন্দ্রে ভোটের আগের দিন থেকেই বন কর্মীদের পাহারা থাকবে। পাশাপাশি হাতি সহ বন্যপ্রাণী প্রবণ এলাকার ভোট গ্রহণ কেন্দ্রগুলিতেও নিয়মিত টহলদারি করা হবে। এদিনের বৈঠকে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত এক আধিকারিক জানান, মেটেলি ব্লকে ৬টি হাতিপ্রবণ বুথ রয়েছে। এছাড়া নাগরাকাটা ব্লকে ৮টি হাতি প্রবণ বুথ রয়েছে। সেগুলিতে বিশেষ নজরদারি করা হবে। একটি গাড়ি বুথে থাকবে। একটি গাড়ি টহল দেবে। এমার্জেন্সি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। যেখানে ফোন করলে গাড়ি হাজির হয়ে যাবে। আমরা সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।