পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) ৪৮ ঘণ্টা আগে বিপুল পরিমাণে মদ (Liquor) উদ্ধার হল। পুরুলিয়া (Purulia) শহরে এই মদ উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। এবং এই মদ উদ্ধারের ঘটনায় নাম জড়ালো স্থানীয় বিজেপি বিধায়কের। ভোটে ভোটারদের (Voter) প্রভাবিত করতে এই মদ জড়ো করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। তদন্ত (Investigation) চলছে। তবে এই বিষয়ে ওই বিজেপি (BJP) বিধায়কের (MLA) কোনও বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনের (Vote) প্রাক্কালে মদ উদ্ধারের (Recovery) ঘটনায় পুরুলিয়া বিধানসভার (Purulia Assembly) বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের (Sudip Mukherjee) নাম জড়াল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বিজেপি বিধায়কের বাড়ি সংলগ্ন গোডাউন থেকে বিপুল পরিমাণে দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুরুলিয়া জেলা পুলিশ ও আবগারি দফতর। ঘটনাস্থল থেকে পুরসভার একটি লেটার প্যাড উদ্ধার হয়। এছাড়াও বিজেপির পতাকা ও বেশ কিছু ত্রাণের ত্রিপল পাওয়া গিয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। একইসঙ্গে ২ হাজার ২০০ টি মদ উদ্ধার হয়েছে। কোথায় কোন বুথে ওই মদ পাঠানো হতো সেই সংক্রান্ত একটি নথিও উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Suvendu Adhikary | নন্দীগ্রামে শুভেন্দুকে দেখে চোর চোর স্লোগান
তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে বিপুল পরিমাণে মদ মজুত করে রেখেছিলেন বিজেপি বিধায়ক। যদিও বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জীর কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রচুর পরিমাণে মদ উদ্ধার করেছি ওই গোডাউন থেকে। ২২০০ বোতল মদ। আমরা জানতে পেরেছি একটি রাজনৈতিক দল ভোটারদের প্রভাবিত করার জন্য ওই মদ রেখেছিল। তদন্তের পরবর্তী পর্যায় চলছে। একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকেই ওই গোডাউনের খবর পাওয়া যায়। কারা ওই গোডাউন ব্যবহার করত তা জানা গিয়েছে।