কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে আর বাধ্যতামূলক নয় পিএইচডি। বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নিয়োগের ন্যূনতম মাপকাঠি নেট অথবা সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০১৮ সালের আগে নেট অথবা সেট উত্তীর্ণরা যেভাবে নিয়োগ পেতেন সেভাবেই এখন থেকে নিয়োগ হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করার জন্য ২০১৮ সালে পিএইচডি বাধ্যতামূলক করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তার পেছনে ইউজিসির যুক্তি ছিল পিএইচডি উত্তীর্ণ একজন প্রার্থীর যোগ্যতা মান অন্যদের তুলনায় অনেকটাই বেশি। ওই নিয়মের ফলে দেখা যায়,যে পরিমাণ অধ্যাপক ও অধ্যাপিকা কলেজ বিশ্ববিদ্যালয় প্রয়োজন তার তুলনায় অনেক কমই সুযোগ পাচ্ছেন। অধ্যাপক ও অধ্যাপিকার সংখ্যা কমতে থাকায় চিন্তার ভাঁজ পড়ে ইউজিসির আধিকারিকদের কপালে। অবশেষে দীর্ঘ আলোচনার পর ২০১৮-র আগের নিয়মে ফিরল ইউজিসি। নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সরকারি অধ্যাপক নিয়োগে আর বাধ্যতামূলক নয় পিএইচডি। তার বদলে ন্যূনতম যোগ্যতা মান হবে সর্বভারতীয় নেট অথবা রাজ্যভিত্তিক সেট উত্তীর্ণ হলেই যথেষ্ট। ইউজিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার।
আরও পড়ুন: Saayoni Ghosh | ইডির হিসেব দিতে পারছেন না বলেই যাচ্ছেন না, সায়নীকে কটাক্ষ যুব মোর্চার
বিগত কয়েক বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অধ্যাপিকা ক্রমশ অপ্রতুল হওয়ার কারণেই সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি আর বাধ্যতামূলক রাখেনি ইউজিসি। তাদের এহেন সিদ্ধান্তে এবার আখেরে নিয়োগে আশার আলো দেখছেন নেট ও সেট উত্তীর্ণ হয়ে বসে থাকা অসংখ্য চাকরি প্রার্থীরা।