পুরুলিয়া: দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী (Independent Candidate) হয়ে দাঁড়ানোর অভিযোগে ৬২ জনকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। বুধবার পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া সাংবাদিক বৈঠকে ওই বহিষ্কারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব বারবার ওই নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলেছেন। আমরাও জেলার তরফে তাঁদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য অনুরোধ করি কিন্তু ওই নির্দল প্রারথীরা কোনও অনুরোধেই কান দেননি, তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে ওই ৬২ জনকে বহিষ্কার করা হল।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জয়পুর ব্লকের ২০ জন, বরাবাজার ব্লকের ৩জন, ঝালদা এক নম্বর ব্লকের ২ জন, রঘুনাথপুর ১ নম্বর ব্লকের ১৩ জন, হুড়া ব্লকের ২জন আরসা ব্লকে ৬ জন, বান্দোয়ান ব্লকে ৫ জন, পুরুলিয়া ১নম্বর ব্লকের ১জন, রঘুনাথপুর ২নম্বর ব্লকের ২জন এবং পুরুলিয়া ২ নম্বর ব্লকের ২জন ও পুঞ্চা ব্লকের ১জন। এই প্রার্থীদের বেশ কয়েকজন দলের বিভিন্ন স্তরের পদাধিকারীও আছেন।
আরও পড়ুন:Panchayat Election | রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, মাথা ফাটল মহিলার
দু’মাস ধরে জনসংযোগ যাত্রা চলাকালীনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রাথী পদ প্রত্যাহার না করলে বিক্ষুব্ধ নির্দলদের বহিষ্কার করা হবে। বিভিন্ন সভায় অভিষেকের বক্তব্য ছিল, তৃণমূলের নবজয়ার কর্মসূচিতে মানুষের ভোটের মাধ্যমে পঞ্চায়েতে প্রার্থী ঠিক করা হয়েছে। ভোট প্রচারে বেরিয়েও জেলায় জেলায় অভিষেক পরিস্কার জানিয়ে দিয়েছেন, নির্দলরা জিতুক বা হারুক, কোনও অবস্থাতেই তাঁদের দলে ফেরানো হবে না। তিনি বলেন, এখনও সময় আছে লিফলেট দিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়ে দিন। তা না হলে নির্দলদের বহিষ্কার করা হবে। জেলা নেতৃত্বের কাছে তৃণমূলের শীর্ষ নেতারা এ ধরনের বিক্ষুব্ধ নির্দলদের তালিকাও চেয়ে পাঠান। সেই তালিকা ধরে ধরে বহিষ্কার এবং সাসপেনসনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য নেতৃত্বের নির্দেশেই জেলা সভাপতিরা সাংবাদিক বৈঠক ডেকে বহিষ্কারের কথা জানিয়ে দিচ্ছেন। আর আগেও বিভিন্ন জেলা নেতৃত্ব এরকম বহিষ্কারের ঘোষণা করেছেন। এদিন পুরুলিয়া জেলা সভাপতি জানালেন, জেলায় ৬২ জন বিক্ষুব্ধ নির্দল প্রারথীকে বহিষ্কার করা হল।