বীরভূম: কেষ্টহীন বীরভূমে ফের ভাঙন অব্য়াহত। তৃণমূলের নির্বাচনী কার্যালয় বদলে হয়ে গেল বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়। তৃণমুলের প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে সেখানে টাঙানো হল বিজেপি প্রার্থীর ব্যানার। তারপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় ৩০০টি পরিবারের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রাম এলাকায়। বুধবার বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা এই দলত্যাগী তৃণমূল পরিবারের সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। যোগদানকারীদের দাবি, প্রতিশ্রুতি দেওয়ার পরেও এলাকায় উন্নয়ন করেনি তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা। তাই আগামিদিনে এলাকার উন্নয়নের জন্য বিজেপিতে যোগদান।
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত কয়েকদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে, এর তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে, সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।
আরও পড়ুন: SC | Anisur Rahman | কুরবান-কাণ্ডে আনিসুর রহমানকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন