ময়না: ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
হাতে মাত্র আর তিনদিন। শনিবারই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তার আগে রাজ্য জুড়ে সংঘর্ষের ঘটনা অব্য়াহত। ভোটের আগে ফের উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। প্রতিনিয়তই রাজনৈতিক সংঘর্ষে খবরের শিরোনামে আসছে। মঙ্গলবার রাতে গোবরাধন গ্রামের তৃণমূল কর্মী গোপাল সামন্ত বাড়ি ফেরার পথে বিজেপি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা এর পিছনে রয়েছে। জানা গিয়েছে, বেধড়ক মারধর করে লাঠিসটা দিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ময়না থানার পুলিশ আক্রান্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | দফাওয়ারি পঞ্চায়েত ভোটের দাবি খারিজ আদালতে
তৃণমূল নেতা রাজিব পাছারির অভিযোগ, বিজেপি জেলা পরিষদের প্রার্থী উত্তম সিংহের নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা এসে তৃণমূলের ঘর ভাঙচুর চালায় ও মারধর লুঠপাট করে। বিষয় নিয়ে ময়না থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি।
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত কয়েকদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে, এর তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে, সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।