কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে বুধবার দ্বিতীয় বার হাজিরের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু সায়নীর হাজির হওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিল। এদিন সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানান, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। নির্বাচনী প্রচারের জন্য এখন তিনি গলসিতে আছেন। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে জানান কুণাল। তিনি আজ যেতে পারবেন না বলে ইতিমধ্যেই চিঠি ইডিকে চিঠি দিয়েছেন সায়নী। যদিও ইডি সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত তারা এমন কোনও চিঠি হাতে পায়নি।
এদিকে সায়নীর এক প্রতিনিধি ৫৩০ পাতার নথি নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে আসেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, সায়নীর নিরাপত্তা রক্ষী এদিন সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। সেই সময় তিনি জানিয়েছেন, সায়নী ইডি দফতরে যথা সময়েই হাজিরা দেবেন।
আরও পড়ুন: Panchayat Election | দফাওয়ারি পঞ্চায়েত ভোটের দাবি খারিজ আদালতে
এদিন বেশকিছুক্ষণ পর সায়নীর ওই প্রতিনিধি সিজিও থেকে বেরিয়ে যান। সেই সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজ সকালে সায়নী তাঁকে ফোন করেন এবং তাঁর কাছে বেশিকিছু নথি পাঠান। যদিও মুখোমুখি সাক্ষাৎ হয়নি তাঁর সঙ্গে বলে জানান ওই ব্যক্তি। তারপরেই ওই নথিগুলি নিয়ে তিনি সিজিওতে এসে ইডির কাছে জমা দেন। যদিও ওই নথিতে কী আছে আছে তা জানা যায়নি।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)