সুরজপুর: পাঁঠাবলি দিয়ে নিরীহ পশুর ‘শয়তানের চোখের’ বলি হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরজপুর জেলার মদনাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বগর সাই নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তি রবিবার খোপাধামে এসে একটি ছাগল বলি দেন। সেখানে তিনি পাঁঠাবলির মানত করেছিলেন। মনের আশা পূরণ হওয়ায় তিনি কয়েকজন গ্রামবাসীকে নিয়ে খোপাধামের মন্দিরে আসেন। সেখানে ঢাকঢোল বাজিয়ে পুজো করেন ও বলিও দেন।
তারপর সকলে মিলে পাঁঠাটি কেটেকুটে রান্না করা হয় সেখানেই। আয়োজন করে পাত পেড়ে খাওয়াদাওয়া শুরু হয়। তখনই বাধে বিপত্তি। সকলে যখন যারপরনাই প্রসাদী মাংস ভোজন সারছিলেন, তখন হঠাৎ করে বগর সাই রান্না করা পাঁঠার একটি চোখ তুলে মুখে পুরে দেন। ভুলবশত তিনি তা গিলতে গিয়ে গলায় আটকে যায়। পাঁঠার চোখ তাঁর শ্বাসনালীতে আটকে যাওয়ায় দমবন্ধ হয়ে আসে। তখন প্রতিবেশীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।