কলকাতা: আইএসএফের (ISF) ৮২ জন প্রার্থীর মনোনয়ন মামলায় হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। ওই প্রার্থীদের অভিযোগ ছিল, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাদের নাম রাতারাতি উধাও হয়ে যায় মনোনয়নপত্র পেশের পরও। এই ব্যাপারে ওই প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ওই ৮২ জনের মনোনয়নপত্র ফের খতিয়ে দেখতে হবে কমিশনকে। সব ঠিকঠাক থাকলে ওই আইএসএফ প্রার্থীদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে। বিচারপতি সিনহার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Panchayat Election | পুরুলিয়ায় বিজেপি নেতার দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ
সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার রায় নাকচ করে মামলাটি খারিজ করে দেয়। এর ফলে ওই ৮২ জনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রলই না। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দু’দিন আগেই এক জনসভায় দাবি করেছিলেন, ওই প্রার্থীদের মনোনয়ন নিয়ে দরকার হলে তাঁরা সুপ্রিম কোর্টেও দরবার করবেন।
গত ১৫ জুন ভাঙড়ে মনোনয়ন পর্বে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বোমা-গুলির লড়াইয়ে তিন জনের মৃত্যু ঘটে। ওই গোলমালের কারণে অনেক আইএসএফ প্রার্থী মনোনয়ন পেশ করতে পারেননি। তাঁরা আদালতে যান। আদালতের নির্দেশেই নির্বাচন কমিশন বেশ কয়েকজনের মনোনয়নপত্র জমা নেয় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও। এরকমই অনেক প্রার্থীর অভিযোগ, তাঁদের নাম কমিশনের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গিয়েছে।