দেগঙ্গা: প্রচারে গিয়ে ভোটারকে আইএসএফ প্রার্থীর হুমকি। জেলা পরিষদে দেগঙ্গা ব্লকের ৪২ নম্বর আসনের আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন পুরকাইত ভোটের প্রচারে গিয়ে ভোটারকে হুমকি দেন বলে অভিযোগ। আর সেই হুমকি দেওয়ার ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটারকে ভোট না দিয়ে চালাকি করলে দড়ি দিয়ে বাঁধা হবে বলে হুমকি দিচ্ছেন ওই আইএসএফ প্রার্থী। তৃণমূলের তরফে এই ঘটনায় নির্বাচন কমিশনে জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিও ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এ ব্যাপারে আইএসএফের তরফে কোনও কিছু জানানো হয়নি।
এদিকে আজই আমডাঙা ব্লকের ৬ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জনাব আলিকে হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সোমবার দোকান খোলার সময় জনাব আলি দেখেন, দোকানের সামনে টুকরো কাগজে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এই হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাহা এলাকায়।
আরও পড়ুন: Panchayat Election | পুরুলিয়ায় বিজেপি নেতার দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ
নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাপানউতোর। সোমবার পর্যন্ত রাজ্যে ১৫ জনের মৃত্যুর খবর এসেছে। ভোটের আগে একাধিক এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা। ইতিমধ্যে রাজ্য়ের একাধিক এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতেও সংঘর্ষ কমছে না শাসক-বিরোধীদের মধ্য়ে। ভোটের আগেই এমন রণক্ষেত্র চেহারায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচন ও ফলাফলের দিন পরিস্থিতি কোন দিকে এগোতে থাকে, সেদিকেই নজর রয়েছে সকলের।