ঘাটাল: ঘাটালে ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের কাছে ক্ষোভের মুখে পড়তে হল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের আজবনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মল বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদেরকাছে বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হল শাসকদলের কর্মীসহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ১৭৩ নম্বর বুথের এবারের নির্বাচনের প্রার্থী ঝড়না সানকি সহ অন্যান্য সমর্থকদের নিয়ে নির্মল বাজার এলাকায় প্রচারে যান। সেই সময় এলাকার বাসিন্দারা তাঁকে জানান, ওই এলাকায় রাস্তার দাবি দীর্ঘদিন ধরেই তারা জানিয়ে এসেছেন। কিন্তু প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। গ্রামবাসীদের দাবি, রাস্তা কেন এখনও হল না, এর জবাব তাদের দিতে হবে। না হলে তাঁরা ভোট না দেওয়ার পথে যাবে বলে হঁশিয়ারিও দেন। এতেই মেজাজ হারান তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী সহ শাসকদলের কর্মীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা।
আরও পড়ুন: Manipur |Supreme Court | মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
তৃণমূলের ওই প্রার্থী বলেন, এলাকায় রাস্তা ছাড়া এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, অন্যান্য কোনও পরিষেবা থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন কি না। সবরকম পরিষেবা তাঁদের দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের মুখেই গ্রামবাসীদের তরফে এ ধরনের অভিযোগে রীতিমতো অস্বস্তিতে শাসকদল। পাশাপাশি গ্রামের একজনের অভিযোগ, সিপিআইএমের সময় গত ১২ বছর আগে যেটুকু কাজ হয়েছিল রাস্তায়। তাছাড়া আজ পর্যন্ত কোনও রাস্তারকাজ হয়নি বলে দাবি করেন।