মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samserganj)। কংগ্রেস (Congress) কর্মীকে গুলি চালানোর অভিযোগ শাসকদলের (TMC) বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তাঁর তলপেটের বাঁ দিকে গুলি লেগেছে। অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। অবিলম্বে বিধায়কের গ্রেফতারির দাবি তুলেছেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। এদিকে গুলিবিদ্ধ ওই কংগ্রেস কর্মীকে দ্রুত উদ্ধার করে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। আমিরুল ইসলামের দাবি, উল্টে তাঁর উপরেই হামলার চেষ্টা চলেছিল।
এই ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বিধায়কের বিরুদ্ধে স্লোগানে তুলতে থাকেন তাঁরা। ঘটনার খবর পেয়ে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না বেরিয়ে যায়, সেই দিকে সজাগ দৃষ্টি রাখছে পুলিশ।
আরও পড়ুন:Panchayat Election 2023 | Jalpaiguri | জলপাইগুড়ির মেটেলিতে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, জখম ২০
এদিকে, তৃণমূল ও বাম কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের সালার। রবিবার বিকালে সালার থানার কান্দরা মিল্কিপাড়ায় তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত হন দু’পক্ষের ৮ জন। আহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নির্দল সমর্থক নুরেল শেখ (Murshidabad) বলে এক ব্যক্তিকে এদিন প্রচণ্ড মারধর করে তৃণমূল সমর্থকরা। পরিবারের দাবি, তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্দল প্রার্থীর স্ত্রী বলেন, তাঁর স্বামীকে, লাঠি এবং রড দিয়ে রক্তাক্ত করা হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং কোমরে বেশ আঘাত করা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই যাতে তৃণমূল একক ভাবে জয়ী হয়, সেই প্রচেষ্টাতেই এই হামলা।