ইসলামাবাদ: এবার ইমরানের (Imran Khan) বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad) বললেন, আমি ইমরান খানকে প্রধানমন্ত্রী হতে অনেক সাহায্য করেছি। কিন্তু প্রধানমন্ত্রী পর ইমরানের থেকে কোনও রকম বার্তা পাননি, সে নিয়ে সংবাদমাধ্যমের কাছে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
শনিবার এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ বলেন, আমি ইমরান খানকে প্রধানমন্ত্রী হতে অনেক সাহায্য করেছি। শপথ গ্ৰহন অনুষ্ঠানেও ছিলাম। কিন্তু তারপরেও ও কখনও আমি ফোন করে ধন্যবাদ টুকু জানায়নি। এই নিয়ে আমি বেশ বিরক্ত। তাঁর মতে ইমরানের যখন তাঁকে প্রয়োজন ছিল তখন সে জাভেদের দরজায় কড়া নেড়েছিল। কিন্তু তারপরে কাজ মিতে যেতেই ইমরান ভুলে যায় জাভেদকে।
আরও পড়ুন: Mexico Mayor | Alligator | নববধু কুমিরের ঠোঁটে মুখে, সৌভাগ্য ফেরাতে বিয়ে মেক্সিকোর মেয়রের
ক্রিকেট থেকে রাজনীতি সমস্তটাই দাপিয়ে বেড়িয়েছেন ইমরান খান। প্রথমে ১৯৯২ সালে পাকিস্তান দলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ দেওয়া এবং তারপর পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করা, নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সবসময় প্রচারের আলোতে থেকেছেন তিনি। ১৯৯৬ সালে পাকিস্তানে তৈরি করেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ২০১৮ সালে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।