বনগাঁ: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রাক্কালে দাঁড়িয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) গোবরডাঙ্গার গোপাল মালাকার (Bhuban Malakar) ওরফে ভুবন। তবে এ ভুবন, কাঁচা বাদামের ভুবন বাদ্যকর নয়, ইনি সিপিএমের ভুবন। কেন তিনি ভাইরাল হলেন? সিপিএমের প্রতীক মাথায় হেয়ার কাটিং করেছেন তিনি। আর যা কিনা রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের মেদিয়া সুভাষনগর গ্রামের বাসিন্দা ভুবন। গোবডাঙ্গা এলাকায় থাকেন তিনি। পেশায় তিনি একজন গাড়ি চালক। পাশাপাশি স্থানীয় জায়গায় টুকটাক ব্যবসা করে কোন রকমে দিন কাটান। তবে, আগাগোড়াই সিপিএমের সমর্থক সে। পঞ্চায়েত নির্বাচনে নিজের প্রিয় রাজনৈতিক দলকে মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব এই পন্থা অবলম্বন করেছেন এবার।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Basanti | তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুব কর্মীর
সিপিএম কর্মী ভুবন মালাকার জানান, সিপিএম শ্রমিকের জন্য ভাবে। শ্রমিকের জন্য কাজ করে। তাই এই পঞ্চায়েতে বামফ্রট আবার ফিরে আসুক, সেই কারনে সেলুনে গিয়ে নিজের মাথা হেয়ার কাটিং করেছেন সিপিএমের প্রতীকের। আর এই ভাবেই এখন এলাকায় ঘুরে বেড়ানো তিনি। নিজের কাজও করছেন এই ভাবেই।আর সঙ্গে সবাইকে বলছেন, তার দলকে যেন এবার ভোট দেয় সকলে।
ভুবন আরও জানান, বামফ্রন্টের সক্রিয় কর্মী তিনি। পার্টিকে খুব ভালোবাসি। শ্রমিক শ্রেনী মানুষ যেন আবার বামফ্রন্টকে পুনরায় পায় তার জন্য এই হেয়ার কাটিং। এলাকার মানুষও ভূবণের এই প্রাচারের ভঙ্গিকে চুটিয়ে উপভোও করছেন। বর্তমানে নিজের পেশাগত কাজের বাইরে, সারাদিন পার্টির কাজেই নিজেকে ব্যাস্ত রাখছে সে। আর তার এই অভিনব হেয়ার কাটিং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল।