কলকাতা ও বোলপুর: দেখবি কী ঝাঁজে মরে যাবি। সেঞ্চুরি বা দ্বিশত নয় একেবার ত্রিশতে পৌঁছেছে লঙ্কা। দাম শুনলেই ঝালে মরে যাওয়ার দশা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির। বর্ষার শুরুতেই সবজির বাজার আগুন। সঙ্গে পাল্লা দিচ্ছে মাছ, ডিম এমনকী মুরগির মাংসও। টম্যাটোর দাম ১২০ টাকা থেকে শুরু করে যে যেমন পারছে নিচ্ছে। ধনেপাতাও তিনের ঘরে। গোটা রাজ্য জুড়ে শাকসবজি থেকে তরিতরকারির অস্বাভাবিক দাম। কেউ বলছেন বর্ষা, কেউ বলছেন পঞ্চায়েত ভোট। মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই তিনটি মহকুমাতে রবিবার সকালে বিভিন্ন বাজারে নজরদারি চালাল বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্টের বিশেষ টিম।
গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বীরভূমেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। বোলপুরের নেতাজি ক্ষুদ্র বাজারে গিয়ে দেখা গেল, সেই সবজি বাজারেও কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের হাতে ছেঁকা লাগছে কিনতে গেলে। কাঁটা বেগুনের দাম থাকে ৩০ থেকে ৪০ টাকা, তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আলু ১৮ টাকা, স্বাভাবিকের থেকে দু তিন টাকা দাম বেশি। টম্যাটোর দাম ১৬০ টাকা, কিছুদিন আগেই যার দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। ঢেঁড়স ৫০ টাকা কেজি প্রতি, কিছুদিন আগে যা ছিল ৩০ টাকা।
আরও পড়ুন: Weather Forecast | আকাশ মেঘলা, রবির ছুটিতে ভিজবে কলকাতা, সঙ্গী প্যাচপ্যাচে গরম
এভাবেই কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে হু হু করে। সাধারণ মানুষের অবস্থা খারাপ। কালোবাজারি রুখতে জেলা পুলিশের বিশেষ টিম নজরদারি চালাচ্ছে জেলার বিস্তীর্ণ অঞ্চলে।