কলকাতা: এগিয়ে আসছে রাজ্যসভার ভোট (Rajya Sabha polls)। সেখানে এবার বিজেপির যা বিধায়ক (MLA) সংখ্যা তাতে একজনকে বাংলা (West Bengal) থেকে রাজ্যসভায় তারা নিশ্চিতভাবেই পাঠাতে পারবে। সেই জায়গায় নাম উঠে আসছে বাঙালির দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty )। এমনটাই শনিবার বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে। বঙ্গ বিজেপি এই দুজনের নাম উচ্চ নেতৃত্বের কাছে পাঠিয়েছে বলে সূত্রের খবর। একটি আসনের জন্য বিজেপির তরফে দুটি পৃথক তালিকা পাঠানো হয়েছে। একটি তালিকা পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। অন্য তালিকা পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মিঠুন চক্রবর্তী বর্তমানে বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য। এছাড়া বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনন্ত মহারাজের নামও তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের পাঠানো তালিকায় নাম রয়েছে প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।
আরও পড়ুন: কলকাতায় বিকেলের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। তবে এই বিষয়ে সৌরভের পক্ষ থেকে এখনও কোনও সাড়া মেলেনি। অনন্ত মহারাজ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। এই বিষয়ে বিজেপি খুব সতর্ক হয়ে পদক্ষেপ করছে। রাজ্যসভায় ১০টি আসনের জন্য লড়াই হবে। ২৪ জুলাই নির্বাচন হবে। ১৮ আগস্ট ওই বর্তমান রাজ্যসভার সাংসদদের মেয়াদ শেষ হবে। যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন ডেরেক ও ব্রায়ান, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দুশেখর রায়। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের সাংসদ ছিলেন। এই ১০টি আসনের জন্য লড়বেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। এপ্রিল মাসে ইস্তফা দিয়েছেন গোয়ার লুঝিন হো জোয়াকিম ফেলরিও। তাঁর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।