কলকাতা: বিয়ের নয়া ট্রেন্ড ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding )। বিয়ে নিয়েই অনেকেই স্বপ্ন দেখেন। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং এর দিকে ঝুঁকছেন বেশি। আর সে কারণেই পুরোনো রাজবাড়ি, সমুদ্রের ধার, পাহাড়, ফার্ম হাউজ, বিশ্বের বিভিন্ন দেশের নামী দামি হোটেল বা পর্যটনস্থল ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বিখ্যাত হয়ে উঠেছে। কিন্তু কেউ যদি মহাবিশ্বে বিয়ে করতে চান? সেই ব্যবস্থাও রয়েছে। এবার মহাকাশেও সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে পারেন আপনি। পকেটের জোর থাকলে একেবারেই এই সুযোগ হাতছাড়া করবেন না।
মাহাকাশে বিয়ে করার কোনও আয়োজনই আপনাকে করতে হবে না। একটি কার্বন নিউট্রাল বেলুনে বসে, বাতাসে ভাসতে ভাসতে মহাকাশ ভ্রমণ এবং সেখান থেকে পৃথিবীর দৃশ্য দেখতে দেখতে বিয়ে করতে পারবেন বর-বউ। বিয়ের পর একটি বিলাসবহুল জাহাজে পার্টি দেওয়ারও বন্দোবস্ত থাকবে। তবে এর জন্য আপনার ব্যাঙ্ক ব্যালান্স খালি হয়ে যেতে পারে। ২০২৪ সালের মধ্যে এই অভিনব উদ্যোগ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। আর এই অভিনব আসর বসানোর আয়োজ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস পার্সপেক্টিভ কোম্পানি।
ইতিমধ্যেই এক হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মহাকাশে বিয়ে করার প্যাকেজটি হল একটি ৬ ঘণ্টার স্পেসশিপ নেপচুন ফ্লাইট যাত্রা। এতে অতিথিদের ১,০০,০০০ ফিট উপর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মহাকাশ বিবাহের অভিজ্ঞতা পেতে চাইলে দম্পতিরা ২০২৪ সালের শেষ নাগাদ স্পেস পার্সপেক্টিভের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংশ্লাষ্ট কোম্পানির তরফে জানানো হয়েছে, নেপচুনে একটি আসনের জন্য খরচ পড়বে ১০,২৮৩,২৫০ টাকা বা ১২৫,০০০ ডলার। এই মহাকাশযানে রিফ্রেশমেন্ট সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, সেখানে ওয়াইফাই, টয়লেট এবং ভাসমান লাউঞ্জের মতো সুবিধাও পাবেন।