রায়পুর: ছত্তিশগঢ়ে নিরাপত্তাবাহিনীর (Security Force) সাফল্য। ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ (Indo Tibetan Border Police) ও রাজ্য পুলিশের (State Police) যৌথ অভিযানে সাফল্য। নিরাপত্তা রক্ষীরা মাওবাদীদের (Maoist) একটি ক্যাম্প (Camp) ধ্বংস করে দিল। দুজন মাওবাদীকে গ্রেফতার করল। ছত্তিশগঢ়ের নারায়ণপুর জেলায় (chhattisgarh’s Narayanpur district) একাধিক অভিযান চালাল নিরাপত্তারক্ষীরা। তাঁবু ধ্বংস করে ১০০ স্প্লিন্টার বাজেয়াপ্ত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইইডির (Improvised Explosive Devices ) উপকরণ বাজেয়াপ্ত হয়েছে। ছত্তিশগঢ়ের নারায়ণপুর জেলায় দুটি পৃথক অভিযানে আবুঝমাদ এলাকায় (Maoist camp in Abujhmad region) একটি মাওবাদী ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। গতবছর রাস্তা খারাপ করার জন্য দুজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। অবুঝমাদ অনেক বড় এলাকা। আকারে যা গোয়া রাজ্যের চেয়েও বড়। সেটা মাওবাদীদের গড় বলা চলে। সূত্র মারফত নির্দিষ্ট খবর মেলে, অবুঝমাদ এলাকার ভাটবেদা গ্রামে (Bhatbeda village in Abujhmad region) মাওবাদী ক্যাম্প রয়েছে। যা নারায়ণপুর শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। তারপর সেখানে অভিযান চালানো হয়। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (District Reserve Guard ), নারায়ণপুর পুলিশ (Narayanpur police) ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police) যৌথভাবে সেখানে অভিযান চালায়।
আরও পড়ুন: বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জের, সরানো হল দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে
সেখানে নিরাপত্তারক্ষীরা যাওয়ার আগে মাওবাদীরা কোনওক্রমে খবর পেয়ে সেখান থেকে ভাটবেদা জঙ্গলে চলে যায়। এই বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হেমসাগার সিদার (Additional Superintendent of Police Hemsagar Sidar) বলেন, যাইহোক আমরা ক্যাম্পে পৌঁছনোর আগে ইনফর্মারদের দ্বারা মাওবাদীরা সতর্ক হয়ে যায়। তারা গভীর জঙ্গলে চলে যায়। নিরাপত্তারক্ষীদের আরও একটি টিম অবুঝমাদ এলাকায় অর্কা পুলিশ ক্যাম্প থেকে রওনা দেয়। তারাই দুজন মাওবাদীকে গ্রেফতার করেছে। ওই মাওবাদীরা নেলনার জন মিলিশিয়া কমিটির সদস্য। ওই দুজন মাওবাদী হল দাশু কোরাম (Dasu Korram) (৪০) ও বিজয় কোরাম (Vijay Korram) (২৪)। গত বছর রায়নারে ১৮ এপ্রিল একটি বিটুমিন রাস্তার ক্ষতি করার ঘটনায় ওই দুজন জড়িত ছিল। তাদেরকে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছে।