পশ্চিম মেদিনীপুর: প্রচারের ফ্লেক্স জুড়ে মোদি অমিত শাহ শুভেন্দু সহ একাধিক তাবড় তাবড় নেতা। নির্দল প্রার্থীর ব্যানারে বিজেপি নেতাদের ছবির নিচে নির্দলের প্রতীক নৌকার চিহ্ন। নির্দল প্রার্থীর অদ্ভুত এই ফ্লেক্স জুড়ে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) বেলদাতে। ১০৬ নম্বর বুথে বেলদা ১ গ্রাম পঞ্চায়েতে (Panchayat Vote) এবারের নির্দল প্রার্থী সঞ্জুলা রানি দাস। তার প্রচারে বিজেপি (BJP) নেতার ছবি, প্রার্থীর গলায় বিজেপির পদ্মের প্রতীক লাগানো উত্তরীয়। আর পাশেই বিজেপির প্রার্থী অপর্ণা মাকুড় তার দলীয় প্রতীক পদ্ম এবং তার ফ্লেক্সেও রয়েছে বিজেপি নেতার ছবি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ দায়ের বেলদা থানায়।
পাশাপাশি দুটি ফ্লেক্সে নিচে প্রচারে জায়গা পেয়েছে নির্দল প্রার্থীর ফ্লেক্সের নিচে লেখা ১০৬ নম্বর বিজেপি বুথ কমিটি। এবার বিজেপির প্রতীকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অপর্ণা মাকুড় তার ফ্লেক্সের নিচে প্রচারে নাম রয়েছে বিজেপি নারায়ণগড় মধ্য মন্ডল। আর ফ্লেক্স প্রতীক নির্দল প্রার্থীর নৌকা ও পদ্মফুল কাটা। বিজেপির এক ঝাঁক নেতা-নেত্রীদের ছবি ব্যবহার করায় থানায় অভিযোগ দায়ের করলেন নির্দল প্রার্থীর বিরুদ্ধে পদ্মফুল চিহ্নের প্রার্থী অপর্ণা মাকুড় নির্দল প্রার্থী সঞ্জুলা রানী দাস বলেন, আমি নমিনেশন করেছিলাম দল আমাকে বলেছিলেন টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমাকে টিকিট দেয়নি। স্থানীয় এলাকাবাসী আমাকে পছন্দ করেছিলেন মিটিং করেই আমাকে ক্যান্ডিডেট বেছে নিয়েছিলেন। ব্যানার গুলি আগের থেকে ছাপানো হয়ে গিয়েছিল। স্থানীয় মানুষের ইচ্ছাতেই আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি।
বিজেপির মধ্য মন্ডলের সভাপতি সমিরন বাড়ৈ তিনি বলেন নারায়ণগড় মধ্যমন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন ১০ বছর দলটা করেছেন। গতবারে জেলা পরিষদের প্রার্থী ও হয়েছিলেন। তাই তিনি ভেবে ছিলেন পঞ্চায়েতে প্রার্থী করা হবে। কিন্তু দল প্রার্থী করেনি। তাই দলের যিনি প্রার্থী হয়েছেন অপর্ণা মাকুড় জয়লাভ করে তার পক্ষে তিনি প্রচার করছেন। প্রচারের ফ্লেক্সে নরেন্দ্র মোদি জেপি নাড্ডা সহ একাধিক নেতার ছবি নিয়ে তিনি বলেন, যিনি বিজেপির এবারের প্রার্থী হয়েছেন তিনি সদ্য দলে এসেছেন আর যিনি দশ বছর ধরে দলটা করেছেন তাকে আমরা টিকিট দিতে পারিনি আমাদের উচিত ছিল টিকিট দেওয়া। তাই ওই নেতাদের আদর্শে আদর্শিত তাই ছবি দিয়েছেন।