কলকাতা: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ২০১৮ সালের পর এবার ফের ভোট হতে চলেছে রাজ্যের বিভন্ন গ্রাম পঞ্চায়েতে। তবে এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে উত্তেজনা সৃষ্টি হতে গিয়েছে বহু এলাকায়। ফলত পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবার জেলা স্তর, মহকুমা স্তর এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবার থেকেই চালু হয়ে গেল এই কন্ট্রোল রুম। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে পরিষেবা। ভোট সম্পর্কিত যত অভিযোগ আসবে, সেই সব অভিযোগ শুনবেন কন্ট্রোল রুমের আধিকারিক এবং কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু অভিযোগ শুনেই থেমে থাকা হবে না। সমস্যার সমাধানও করা হবে কমিশনের তরফে
আরও পড়ুন: Panchayat Election 2023 | মন্ত্রী অরুপ রায়ের বিরুদ্ধে প্রার্থী কেনার অভিযোগ পাঁচলার বিধায়কের
২৪ ঘণ্টাব্যাপী এই কন্ট্রোল রুম কাজ করবে। রোস্টার অনুযায়ী কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করছে কমিশন। নির্দেশে জানানো হয়েছে, যে অভিযোগগুলো আসবে প্রত্যেকটি অভিযোগের যথাযথ পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক দলগুলোক কাছে কন্ট্রোল রুমের নম্বর থাকবে। এমনকী সেই সমস্ত নম্বর ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রগুলির বাইরে উল্লেখ করা থাকবে। কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ হচ্ছে তা নোট করার জন্য থাকবেন সুপারভাইজাররা। এই সমস্ত ঘটনার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।