ওয়াশিংটন: আমেরিকার সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জাতি এবং বর্ণের বাছাই নিষিদ্ধ করল। গত শতকের ছয়ের দশক থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং অন্য সংখ্যালঘুদের ছাত্রছাত্রীরা সরক্ষণের সুযোগ পেতেন। সংখ্যালঘু ছাত্রদের শিক্ষার সুযোগ বাড়াতেই এই নীতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু, মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এটা আর চলবে না। মেধার ভিত্তিতেই ভর্তি করতে হবে। উল্লেখ্য, গত বছর সুপ্রিম কোর্ট মহিলাদের গর্ভপাতের অধিকার নিষিদ্ধ করেছিল। এক বছর পর, ফের আরও একটি উদার নীতি বাতিল করল মার্কিন শীর্ষ আদালত।
বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি জন রবার্টস রায় দেন, সৎ উদ্দেশ্য এবং সরল বিশ্বাস থেকেই ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ আনা হয়েছিল। তবে, চিরকাল এই ব্যবস্থা চলতে পারে না। এতে অন্যান্য জাতি ও বর্ণের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। কোনও শিক্ষার্থীকে ব্যক্তি হিসেবে তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা উচিত, জাতিগত ভিত্তিতে নয়। ‘স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশন’ নামে একটি সংগঠন ভর্তির ক্ষেত্রে জাতি-বর্ণের সংরক্ষণের নীতিকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল। মার্কিন শীর্ষ আদালতের বিচারকদের ছয় জন বিচারপতি তাদের পক্ষে এবং তিনজন তাদের বিপক্ষে মত দেন।
আরও পড়ুন: Weather Updates | ফের তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
এই রায়ের পর প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি প্রধান বিচারপতি জন রবার্টসের রায়ের সঙ্গে একেবারেই একমত নন। তিনি চান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বৈচিত্র্য বজায় থাকুক। বাইডেন বলেছেন, এখনও এদেশে বৈষম্য আছে। আজকের সিদ্ধান্তে তা পাল্টে যাবে না। শিক্ষার্থীদের মধ্যে জাতিগত বৈচিত্র্য থাকলে, কলেজগুলি আরও শক্তিশালী হয়। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এই ইতিবাচক নীতিগুলিই তাঁকে এবং তাঁর স্ত্রী মিশেল-সহ একটা গোটা প্রজন্মের ছাত্রছাত্রীদের নিজেদের প্রমাণ করার সুযোগ দিয়েছে। বর্ণ বা জাতি নির্বিশেষে সকল শিক্ষার্থীর শিক্ষার সুযোগ পাওয়া নিশ্চিত করতে এই নীতিগুলি অপরিহার্য।
অন্যদিকে, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা আমেরিকার জন্য দারুণ একটা দিন। প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি যুগান্তকারী সিদ্ধান্তে মার্কিন সুপ্রিম কোর্ট বর্ণের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়াকে অসাংবিধানিক ঘোষণা করে। সুপ্রিম কোর্টের দাবি, এই নিয়ম দেশে সমান সুরক্ষার নিশ্চয়তা দেয় না। হার্ভার্ড এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় বর্ণ নিয়ে ভর্তির ইতিবাচক পদক্ষেপকে চ্যালেঞ্জ করার পরে আদালতের সিদ্ধান্ত সামনে এসেছে।