কলকাতা: ২০২০ সালে দেশে ব্যান (Banned) করা হয়েছিল পাবজি গেম (PUBG Game)। তারকা ক্রিকেটার থেকে ফিল্মস্টার সবাই এই গেম খেলাতে মত্ত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও গেমটি সম্পূর্ণ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার (Central Miniter)। তার পরবর্তীতে ভারতে আসে BGMI বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, যা লঞ্চ করে দক্ষিণ কোরিয়ান গেমিং ডেভেলপার Krafton। তবে এই গেমটিও লঞ্চ করার এক বছরের মধ্যে ব্যান হলেও সম্প্রতি তা ফিরে এসেছে। এদিন কেন্দ্রের আইটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর পাবজি বন্ধ করার কারণ জানিয়েছেন।
ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ইন্টারনেটকে বিশ্বস্ত ও নিরাপদ রাখা আমাদের সকলের কর্তব্য। তাই পাবজি নিষিদ্ধ করা হয়েছিল। আমরা অভিনবত্ব ভালবাসি ঠিকই, বিশ্বের সমস্ত প্রান্তের তরুণরা যা করছে, আমরা তা-ও ভালবাসি, তা সত্ত্বেও আমাদের একটা দায়িত্ব আছে সব কিছু ঠিক আছে কি না, সেটা নিশ্চিত করার। সব কিছু যাতে নিরাপদে থাকে এবং কারও কাছে অবিশ্বস্ত না হয়, সেটাও নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব।”
আরও পড়ুন:Recruitment Scam | সায়নীর বিরুদ্ধে আরও তথ্য ইডির হাতে
পাবজি নিষিদ্ধ হলেও ভারতে ফের একবার শুরু হয়েছে বিজিএমআই গেম। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ব্যক্ত করেন, বিজিএমআই আবার চালু হয়েছে। যারা এই গেমের ফরম্যাট পছন্দ করেন তারা অত্যন্ত খুশি। ভারতের গেমিং সেক্টরের বৃদ্ধি নিয়ে আশাবাদী তিনি। তিনি বলেন, সরকার ভারতীয়দের দ্বারা তৈরি গেমগুলি প্রচার করতে উৎসুক যা দেশের ইতিহাস এবং সংস্কৃতিকে প্রতিফলিত করে। তাঁর কথায়, তরুণ ভারতীয়রা এই গেম তাঁদের জীবন এবং জীবনধারার একটি অংশ বলে মনে করে। ভারতে গেমিং পরিকাঠামো গড়ে তুলতে নতুন আইন সম্পর্কেও কথা বলেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আমরা একটি কাঠামো তৈরি করেছি যেখানে ভারতীয় গেমগুলি বিরাট স্তরে পৌঁছতে পারে। তিনি আত্মবিশ্বাসী যে আগামী কয়েক বছরের মধ্যে নতুন আইন এবং কাঠামোর অধীনে ভারতীয় গেমের দৃশ্যপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।