কলকাতা: বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ফিজিক্যাল মেডিসিনে প্রধান চিকিৎস রাজেস প্রামাণিক। সূত্রের খবর, এদিন ঘণ্টা দুয়েক মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি চলে। টেলিফোনে পঞ্চায়েত নির্বাাচন নিয়েও খোঁজখবর নেন তিনি। চিকিৎসকেরা তাঁকে আরও কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে এবং হাঁটাচলা না করার পরামর্শ দিয়েছেন। দলের অনেক নেতা থেকে মন্ত্রীরা তাঁর খোঁজ নেন।
উল্লেখ্য, গতকাল উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। তাঁর পা ও কোমরে গুরুতর চোট লেগেছে। এমনকী তাঁর হাঁটতে অসুবিধা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিন সদস্যের মেডিক্য়াল টিম গঠন করা হয় মখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়। তাঁর এমআরআই পরীক্ষাও করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
আরও পড়ুন: Ravi Kishan | Daughter | ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষাণের মেয়ে ঈশিতা
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ হাটুর লিগামেন্টে ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট আছে। হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান বলে জানন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রীর খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টুইট করে রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী ভালো আছেন জেনে স্বস্তি পেলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হেলিকপ্টারের জরুরি অবতরণের পরেও মুখ্যমন্ত্রী সুস্থভাবে ফিরে এসেছেন, এটা রাজ্যবাসী হিসেবে একটা খুশির খবর।ওনার অসুস্থতা নিয়ে ব্যক্তিগত কিছু বলব না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।