গুজরাত: মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই উত্তেজনার পারদ বেড়েই চলেছে। বিশ্বকাপের এখনও বাকি ৯৯ দিন। কিন্তু পিচে প্রথম বল পড়ার আগেই আমদাবাদের হোটেলগুলি ছক্কা হাঁকিয়েছে। বিশ্বকাপের সাড়ে তিন মাস আগে থেকেই সেখানকার হোটেলের এক-একটি ঘরের দাম ৫০ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে। হোটেল ব্যবসায়ীদের মতে, এই দাম আগামীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিলাসবহুল হোটেলে যে ঘরগুলি সাড়ে ৬ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকত সেগুলির দাম ৫০ হাজারে ছঁইয়েছে।
এ বারের বিশ্বকাপে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। তাই সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। সূচি প্রকাশিত হওয়ার পরেই হোটেলের ঘরের খোঁজ করতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। চাহিদার তুলনায় জোগান কম থাকায় চড়চড়িয়ে বাড়ছে হোটেলের ঘরের দাম।
এক হোটেল কর্তার কথায়, ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আমদাবাদে। তাই ১৩ থেকে ১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর ম্যাচের দিনগুলিতে ভিড় থাকবে। পাশাপাশি অনেক ভিভিআইপিরাও সেখানে থাকবেন। তাই বাড়তি নিরাপত্তাও থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Bihar Bridge Collapsed | ফের সেতু ভাঙল বিহারে, একমাসে তৃতীয়বার
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথা ছিল আইসিসির (ICC)। পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল ১২টায়। দেখা গেল, বিসিসিআই-এর (BCCI) বানানো খসড়া সূচির থেকে খুব একটা আলাদা কিছু হয়নি। একটাই বদল ঘটেছে, চেন্নাইয়ের জায়গায় সেমিফাইনাল পেল ইডেন। পাঁচটা করে ম্যাচ আয়োজনের দায়িত্ব ইডেন ছাড়াও পেয়েছে আমেদাবাদ, মুম্বই, পুনে, লখনউ, দিল্লি এবং ধরমশালা। চারটে ম্যাচ পেয়েছে বেঙ্গালুরু এবং তিনটে হায়দরাবাদ।