নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতির (National Education Policy) তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জুলাই দিল্লির প্রগতি ময়দানে (Delhi Pragati Maidan) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। এই অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Prime Minister of India)। ওই মর্মে সব রাজ্যের মুখ্যসচিব ও উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চিঠিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়নে রাজ্যগুলিকে তাদের পদক্ষেপ তুলে ধরতে বলা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার প্রসার ও উন্নতিতে কী পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে বলা হয়েছে।
এই অনুষ্ঠানে সব রাজ্যকে যোগ দিতে বলা হয়েছে। যদিও এই অনুষ্ঠানে আদৌ পশ্চিমবঙ্গ যোগ দেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে বাংলায় চার বছরের ডিগ্রি কোর্সের পাঠক্রম চালু হয়েছে। এরপর বাম-কংগ্রেয় এক যোগে শাসকদলকে আক্রমণও করেছে। কারণ আগে এই শিক্ষানীতি বিরোধীতা করলেও বর্তমানে তা মেনে নেওয়াকে ভালো ভাবে নিচ্ছে না বিরোধী শিবির। বিরোধীদের কটাক্ষের স্বপক্ষে জবাবও দিয়েছেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী কথা রাজ্যের পড়ুয়াদের স্বার্থে ইউজিসি প্রস্তাবিত কেন্দ্রীয় শিক্ষানীতি কার্যকর করতে রাজি হয়েছি। প্রতিযোগিতায় বাংলার ছাত্রছাত্রীরা যাতে অন্য রাজ্যগুলির থেকে পিছিয়ে না পড়ে, তার জন্যই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: World Climate Change | জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে নেতৃত্ব হারাল ব্রিটেন
জাতীয় শিক্ষানীতিকে মাথায় রেখে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পথে হাঁটছে দেশ। জাতীয় শিক্ষানীতির লক্ষ্য, সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য দুটি পোর্টাল চালু করেছে ইউজিসি। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের ক্ষেত্রে নানাভাবে কাজে আসবে এই পোর্টাল দুটি। সংশ্লিষ্ট পোর্টাল দুটির নাম উৎসাহ (আন্ডারটেকিংট্রান্সফরমেটিভ স্ট্যাটেজিস অ্যান্ড অ্যাকশন ইন হাইয়ার এডুকেশন) এবং পিওপি (প্রফেসর অব প্র্যাকটিক্যাল পোর্টাল)। শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে পোর্টালটির থাকবে দুটি বিভাগ। এছাড়া ইউজিসি-র তরফে প্রকাশিত নানান বিজ্ঞপ্তি ও নিয়মাবলি পোর্টালগুলি থেকে দেখতে পাবেন পড়ুয়া ও অধ্যাপকেরা। বারাণসীতে ৭ থেকে ৯জুলাই, 20২২ এর মধ্যে আয়োজিত অখিল ভারতীয় শিক্ষা সমাগম(ABSS) এ জাতীয় পর্যায়ে এই জাতীয় সমস্ত উদ্যোগের কথা জানানো হয়েছিল। শিক্ষামন্ত্রক মন্ত্রকের সহযোগিতায় ২৯ এবং ৩০ জুলাই ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), প্রগতি ময়দানে তৃতীয় বর্ষপূর্তির আয়োজন করা হয়েছে।