জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সফরে থাকাকালীন ভোট (Vote) প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূলেরই (TMC) প্রার্থী ও কর্মীরা। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫/১৬১ নম্বর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তৃণমূল প্রার্থী মৃণাল রায় কার্জী বেশ কয়েকজন কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ভোট প্রচারে বের হন। তৃণমূলের অভিযোগ, সে সময় তৃণমূল প্রার্থী সহ তৃণমূল কর্মীদের উপর আচমকাই চড়াও হয়ে আক্রমণ চালায় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী। এই এলাকা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আর সেখানেই আক্রান্ত তৃণমূল প্রার্থীর ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: Weather Update | শহরের আকাশে দুর্যোগের মেঘ, জানুন কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস
দলীয় সূত্রের খবর, তড়িঘড়ি আক্রান্ত প্রার্থী-কর্মীদের চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তারপর ধূপগুড়ি থানার দ্বারস্থ হন তাঁরা।
তৃণমূল প্রার্থী মৃণাল রায় কার্জী জানিয়েছেন, দলীয় কর্মীদের নিয়ে আমি প্রচার করতে যাই ,সে সময় আচমকা বিজেপির লোকজন মারধর করে। আমাকে বাঁচাতে গিয়ে আরো পাঁচজন কর্মী আক্রান্ত হয়েছেন। আমরা পুলিশ ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।
যদিও এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ধূপগুড়ি পশ্চিম মন্ডলের বিজেপি সভাপতি কমলেশ সিংহ রায় জানিয়েছেন, ওই বুথে তৃণমূলের যা অবস্থা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই প্রচারে থাকার জন্য কিছু মানুষকে মদ্যপ অবস্থায় নামিয়েছেন। যাতে মানুষকে ভীতি প্রদর্শন করা যায়। সাধারণ মানুষ প্রতিবাদ করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তৃণমূলের পায়ের তলার সরে গিয়েছে বারোঘরিয়া অঞ্চল বিজেপি দখল করবে।