জয়পুর: খারাপ আবহাওয়ার কারণে জয়পুরে (Jaipur) জরুরি অবতরণ করার পরে, লন্ডন থেকে দিল্লিগামী একটি এয়ার ইন বিমানের ক্যাপ্টেন (Air India Pilot) আবার টেক অফ করতে অস্বীকার করেছিলেন। জরুরি অবতরণের প্রায় দুঘন্টা পরে বিমানটিকে পুনরায় চালু করার জন্য অনুমোদন দেয়। কাজের সময় শেষ হয়ে গিয়েছে। তাই বিমান চালাতে রাজি হলেন না পাইলট। ৩৫০ জন যাত্রীকে সাফ জানিয়ে দিলেন, তিনি আর বিমান চালাবেন না। যাত্রীরা শেষ পর্যন্ত জয়পুর থেকে দিল্লি ফেরার অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন।এই বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।
ঘটনাটি রবিবার ঘটেছিল। যখন আল ফ্লাইট ১১২ রবিবার ভোর ৪টায় ডি-তে পৌঁছানোর কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বিমানবন্দরে রেপো অনুসারে, ৩৫০ জনেরও বেশি যাত্রী আটকা পড়েছিলেন। উপরন্তু, অন্যান্য যাত্রীরা তাদের দিল্লিতে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে সাহায্য না করার জন্য টুইটারে শেয়ার করা ভিডিওতে এয়ারলাইনটির সমালোচনা করেছেন।
আরও পড়ুন: Presidency University | আচরণবিধি বাতিলের হুঁশিয়ারি প্রেসিডেন্সি ছাত্র সংগঠন এসএফআই এর
Passengers of @airindia AI112 flying from London to Delhi have been diverted to Jaipur due to bad weather but passengers have not been assisted with any recourse to reaching their final destinations. @JM_Scindia please assist us urgently. We did manage to speak with @Ra_THORe… pic.twitter.com/DjLOD8dXLK
— Adit (@ABritishIndian) June 25, 2023
Our team is trying its best to minimize the inconvenience caused. 2/2
— Air India (@airindia) June 25, 2023
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই-১১২ বিমানটির রবিবার ভোর ৪টের সময় দিল্লিকে অবতরণের কথা ছিল। কিন্তু, খারাপ আবহাওয়ার জন্য বিমানটিকে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা পর, ক্লিয়ারেন্স পেয়ে বাকি বিমানগুলি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও, শুধুমাত্র এআই-১১২ বিমানটি ওড়েনি। আদিত নামে এক যাত্রী টুইটারে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই সময়ে বেঁকে বসেন পাইলট। তিনি জানিয়ে দেন, তাঁর ডিউটির সময় পেরিয়ে গিয়েছে। ফলে জয়পুর থেকে দিল্লি পর্যন্ত তিনি আর বিমান চালাবেন না। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন বিমানযাত্রীরা। পরে আরও এক টুইটে তিনি জানান, ১৮ ঘণ্টার উপর তাঁরা অপেক্ষা করেছেন, কিন্তু জয়পুর থেকে দিল্লি ফেরার কোনও ব্যবস্থা করা হয়নি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। এয়ার ইন্ডিয়ার পরিষেবার এই বেহাল অবস্থা তুলে ধরে তিনি আরও জানান, যাত্রীরা খিদেয়, ক্লান্তিতে, হতাশায় কাহিল।