ইম্ফল: মণিপুরে (Manipur) উত্তাপ ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে মণিপুরে একের পর এক বিজেপি নেতাদের পদত্য়াগ ক্রমশ চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবিরে। মণিপুরবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে ‘বিজেপির অহিংস অভিযানের বিরুদ্ধে যুদ্ধ’ নামে একটি কর্মসূচি শুরু করতে চলেছে খোদ বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই। এই কর্মসূচিতে বেশকিছু দাবিকে সামনে রেখে আগামীতে এগোতে চাইছে তাঁরা। সেই দাবিগুলি হল, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন কার্যকর করা, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, একটি সমাধান নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক করা, উত্তেজনা প্রশমিত করার জন্য রাজনৈতিক সমাধান যাই হোক না কেন, একটি পুনর্মিলন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া, শীঘ্রই রাজ্যে নির্বাচন সহ একটি নির্দিষ্ট সময়ের জন্য শান্তি বজায় রাখার জন্য বাহিনীর সঙ্গে স্থানীয় প্রশাসনকে সমর্থন করার দাবি জানাতে চাইছে তাঁরা।
এদিকে এদিনই ফের ইন্টারনেটে (Internet) নিষেধাজ্ঞার (Ban) মেয়াদ বাড়াল মণিপুর সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত তা বৃদ্ধি করা হয়েছে। অশান্তির জন্যই মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলে রাজ্য সরকারের (State Government) তরফে জানানো হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, মণিপুর রাজ্যে শান্তিভঙ্গে ও আইনশৃঙ্খলায় যাতে কোনও খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন বেলা ৩ টে পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকছে মণিপুর জুড়ে।
আরও পড়ুন: Skeleton Recovered | পচাগলা দেহ সহ কঙ্কাল উদ্ধার বেলঘরিয়ায়, শুরু তদন্ত
অন্যদিকে পুলিশের ডিজির (DG) চিঠির উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এখনও হিংসার ঘটনা সামনে আসছে। বাড়ি ভাঙচুর হচ্ছে। গুলি ছোড়া হচ্ছে। কিছু অসামাজিক ব্যক্তি সোশ্যাল মিডিয়াকে (Social Media) ব্যবহার করতে পারে বলে সতর্ক করা হয়েছে। তারা ঘৃণা ছড়াতে পারে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয়বার ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হল। এর আগে ৩ মে মণিপুর সরকার ইন্টারনেট পরিষেবা সাসপেন্ড করেছিল। এরপর ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হল। এরপর ২০ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়।