কলকাতা: সোমবার কয়লা পাচার কাণ্ডে ইডি-র দিল্লি অফিসে তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। সূত্রের খবর, কয়লা পাচার মামলার যাঁদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কাছ থেকে যেসব তথ্য মিলেছে, তার ভিত্তিতেই তলব করা হয়েছে মলয়কে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ইডি দফতরে হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। ইডি সূত্রে খবর, মলয় ঘটক আজ হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ নেবে তদন্তকারীরা। এর আগে ১১ বার ইডি-র হাজিরা এড়িয়েছেন মলয়। মলয়ের গরহাজিরা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
মার্চ মাসের শেষের দিকে কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করে ইডি। ডাকা হয় তাঁর আপ্ত সহায়ককেও। গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উল্টে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর ফের আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি।
প্রসঙ্গত, কয়লা কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত বেশ কিছু তথ্যের পাশাপাশি কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে গোয়েন্দারা। তদন্ত সূত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তার স্ত্রী রুজিরাকেও (Rujira Banerjee) জেরা করেছে গোয়েন্দারা। পাশাপাশি তাদের হাতে উঠে আসে মলয় ঘটকের নাম। একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে তাঁরা নাম হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁকে এ ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা।